ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত সফরসূচি অনুযায়ী ২০২২ সালের মার্চে ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরে যাওয়া কথা ছিল। তবে সে সফর স্থগিত করা হয়েছে। যদিও এখনও কোনো আনষ্ঠানিক ঘোষণা আসেনি।
চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাবে নিউজিল্যান্ড। ভারত সফর শেষে বাংলাদেশ দলকে আতিথ্য দিয়ে ঘরের মাঠে গ্রীষ্ম মৌসুম শুরু করবে কিউই দল।
মূলত আইসিসি সুপার লিগের অংশ হয়ে থাকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। তবে টানা সিরিজ থাকায় ক্রিকেটারদেরকে কোনো বিশ্রাম দিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
টানা সিরিজ খেলার ধকল থেকে ক্রিকেটার বিশ্রাম দেওয়ার জন্য এ সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো বোর্ডই।
নিউজিল্যান্ডের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। নিউজিল্যান্ডে কোনো দল গেলে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। সে বাধ্যতামূলক আইসোলেশন নিয়ন্ত্রণ করে নিউজিল্যান্ড সরকার।
নিউজিল্যান্ড সরকারের কোয়ারেন্টাইন এন্ড আইসোলেশনে বিভাগ ভারতের সিরিজের নির্ধারিত সময়ের আগে তাদের জন্য কোনো কোয়ারেন্টাইন সেন্টার বরাদ্দ রাখেনি। মূলত এ কারণেই ধারণা করা হয়েছে সিরিজটি আয়োজিত হচ্ছে না। তবে বছরের শেষ দিকে যেকোনো সময় সিরিজটি আয়োজিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]