নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামে মাঠে মুখোমুখি হবে দুই দল।
সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। দীর্ঘ ১৮ বছরের বিরতিতে পাকিস্তানের মাটিতে পা রেখেছে তারা।
বাংলাদেশ সফর শেষ করে সরাসরি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বায়োবাবল সমস্যা দূর করার জন্য মূল দলকে বিশ্রামে রেখেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে কিউরা।
কিউইদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ১২ সদস্যের দলে অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। সিরিজে শাদাব খান সহ-অধিনায়ক হিসেবে কাজ করবেন।
এছাড়াও উইকেটে পিছনে থাকবেন মোহাম্মদ রিজওয়ান। পেস বোলিংয়ের নেতৃত্ব দিবেন শাহীন শাহ আফ্রিদি এবং হাসান আলি।
তিন ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এছাড়াও টি-টোয়েন্টি সিরিজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, হাসান আলি,ইফতিখার আহমেদ, ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির,জাহিদ মাহমুদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]