অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে তিন বছর টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ফর্ম ধরে রাখতে না পারায় শীর্ষস্থান হারিয়েছেন তিনি। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের দুই নম্বরে অবস্থান করছেন তিনি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে পড়লেও বোলার র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছেন সাকিব।
সাকিবকে পিছনে ফেলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবারও উপরে উঠেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ের দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান।
বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৬২৬ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছেন তিনি। রেটিং পয়েন্ট কমলেও বোলার র্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৬১১ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছেন।
অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজও স্বপ্নের মতো কাটিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বোলারদের র্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে ১৫ নম্বরে অবস্থান করছেন তিনি।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের অবনতি ঘটলেও সেরা দশে জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফর্মেন্সের স্বীকৃতিস্বরুপ তিনি সেরা দশে জায়গা করে নিয়েছেন। কেনিয়ার অলরাউন্ডার কলিন্স ওবুয়ার সাথে যৌথভাবে ১০ নম্বরে অবস্থান করছেন তিনি।
শুধু অলরাউন্ডার র্যাঙ্কিং নয়, ব্যাটসম্যান র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ড সিরিজে দুইটি ম্যাচজয়ী ইনিংস খেলায় তিন ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে অবস্থান করছেন তিনি। এছাড়াও বাংলাদেশি ওপেনার নাঈম শেখ তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে আছেন।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন কুইন্টন ডি কক। সিরিজে সেরার পুরষ্কারের পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তিনি। র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে আট নম্বরের অবস্থান করছেন ডি কক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]