ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খেতাব নিয়ে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আকবর আলীদের উত্তরসূরিরা ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সিলেটে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানদের ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা। শুধু ম্যাচ জয় নয়, সিরিজটাও নিজেদের করে নিয়েছে তারা।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন যুব ক্রিকেটাররা। এ ম্যাচে আফগান যুবাদের কোনো পাত্তায় দেয়নি স্বাগতিক বাংলাদেশ। টাইগার যুবাদের হয়ে এদিন ব্যাট হাতে সেঞ্চুরি করেন সহ-অধিনায়ক আইচ মোল্লা এবং বল হাতে পাঁচ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার নাঈমুর রহমান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের যুবারা। মাত্র ৬ রানে ফিরে যান ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল এবং ওয়ান ডাউনে নামা খালিদ হাসান। এরপরই দলের হাল ধরেন আইচ মোল্লা। এক প্রান্ত আগলে রেখে দলকে ২২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করান তিনি। সিরিজের প্রথম দুই ম্যাচেও দলের নির্ভরতার প্রতীক ছিলেন আইচ মোল্লা। প্রথম দুই ম্যাচে যথা ২২ এবং অপরাজিত ১৬ রান করেন তিনি।
২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগান যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিল্লাল সাঈদী।
বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার নাঈমুর রহমান ১৭ রানে ৫ উইকেট শিকার করেন। সিরিজের আগের দুই ম্যাচেও ফর্মে ছিলেন নাঈমুর। সিরিজের প্রথম ম্যাচে ৩১ রানে ২ উইকেট শিকার করেন। দ্বিতীয় ম্যাচে ১৪ রানে ৪ উইকেট নিজের পকেটে ভরেন তিনি।
যুব ক্যারিয়ারের নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া আইচ মোল্লা এদিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ এবং ১৯ সেপ্টেম্বর।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]