আইসিসি’র ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের নভেম্বরে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। করোনার মাঝে আশার কথা হলো, পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। সফরে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ ও দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠের যুদ্ধ শুরু করবে দু’দল।
সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তভুক্ত দুটি টেস্ট ম্যাচ খেলবে দুইদল। এছাড়া তিন ম্যাচে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল।
ডে-নাইটের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৯ নভেম্বর (শুক্রবার)। এছাড়া সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন দিন বিরতি দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার পর ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর।
সর্বশেষ ২০১৫ সালে মার্চে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান ক্রিকেট দল। মাঝে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ সফরে আসলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসেনি পাকিস্তান। দীর্ঘ ছয় বছরের অপেক্ষা ঘুচিয়ে এবার ঢাকা সফরে আসছে তারা।
জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পরের দিনই, অর্থাৎ ১৫ নভেম্বর ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর সংক্ষিপ্ত কোয়ারেন্টাইন শেষে মাঠে ফিরবে দল। একদিনের অনুশীলন শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান ক্রিকেট দল।
২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজে দুই টেস্টের মাঝে একটি এবং একটিতে পাকিস্তান জয় পেয়েছিল। তবে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারের স্বাদ নিয়েছিল তারা।
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের টি-টোয়েন্টি অভিষেক ম্যাচে ২২ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসানের ফিফটি (৫৭*) করা ম্যাচে ৩২ বলে অপরাজিত ৫১ রান করে ম্যাচ সেরা হয়েছিলেন সাব্বির রহমান।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]