দেড় যুগ পর পাকিস্তান সফর, নিরাপত্তায় খুশি নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১
দেড় যুগ পর পাকিস্তান সফর, নিরাপত্তায় খুশি নিউজিল্যান্ড

শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে নির্বাসিত হয়ে পড়েছিল পাকিস্তান। তবে এর আগে থেকেই নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর থেকে নিজেদেরকে বিরত রেখেছিল নিউজিল্যান্ড। সর্বশেষ ২০০৩ সালের পর দীর্ঘ ১৮ বছরের বিরতি দিয়ে পাকিস্তান সফরে গিয়েছে কিউরা। সফরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ খুশি তারা।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলা করে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী। এরপর থেকেই আন্তর্জাতিক সিরিজ এবং টুর্নামেন্ট আয়োজন থেকে এক ঘরে হয়ে পড়ে পাকিস্তান। তবে সর্বশেষ দুই বছর ধরে আস্তে আস্তে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড।

পাকিস্তান সফরে অতিথি দেশের রাষ্ট্র প্রধানের সমতুল্য নিরাপত্তা পাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ কারণে নিরাপত্তা নিয়ে বেজায় খুশি নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্লেন পেকনাল।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিরাপত্তার কড়াকড়িতে অভ্যস্ত হয়েছি। বাংলাদেশেও কঠোর নিরাপত্তার মধ্যে ছিলাম। তাই এটা আমাদের জন্য শুধু সময় বাড়ানো ছাড়া আর কোনো বিষয় না।’
sportsmail24
দীর্ঘদিন পর পাকিস্তান সফরে আসতে ক্রিকেটাররা বেশ খুশি বলেও জানিয়েছেন কোচ পেকনাল। বলেন, ‘এখানে (পাকিস্তান) আসার সুযোগ পেয়ে ক্রিকেটাররা বেশ খুশি। ছেলেরা পাকিস্তানের বিপক্ষে পারফর্ম করতে মুখিয়ে আছে।’

দুই ধাপে পাকিস্তানের মাটিতে পা রেখেছিল নিউজিল্যান্ড দল। প্রথম ধাপে সরাসরি নিউজিল্যান্ড থেকে দলে সাথে যোগ দিয়েছেন ওপেনার মার্টিন গাপটিল এবং অপর ধাপ বাংলাদেশ থেকে পাকিস্তানে পাড়ি জমিয়েছে।

পাকিস্তানের নিরাপত্তায় গাপটিল নিজেও বেশ খুশি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের চারপাশে প্রচুর পুলিশ সবসময় পাহারায় থাকে। আমরা আমাদেরকে অনেক বেশি নিরাপদ মনে করছি। আমরা শুধু খেলা নিয়েই ভাবছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বিদেশির পাশাপাশি এক দেশি কোচ রাখছে পাকিস্তান

দুই বিদেশির পাশাপাশি এক দেশি কোচ রাখছে পাকিস্তান

সভাপতির পর নতুন কোচ পেল পাকিস্তান ক্রিকেট

সভাপতির পর নতুন কোচ পেল পাকিস্তান ক্রিকেট

বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয় : রমিজ রাজা

বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয় : রমিজ রাজা

ইংল্যান্ড সাবেকদের কড়া জবাব দিয়ে কোহলিদের পাশে ইনজামাম

ইংল্যান্ড সাবেকদের কড়া জবাব দিয়ে কোহলিদের পাশে ইনজামাম