বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয় : রমিজ রাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৭ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১
বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয় : রমিজ রাজা

ভারত-পাকিস্তানের বৈরিতা বেশ পুরনো। রাজনৈতিক ময়দান থেকে খেলাধুলার মঞ্চ সব জায়গায় রয়েছে এ বৈরিতার ছাপ। দুই দেশের এ রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় এক যুগ ধরে মাঠে গড়ায় না কোনো ক্রিকেট সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান হিসেবে রমিজ রাজা দায়িত্ব নেওয়ার পর অনেকেই ভেবেছিল দুই দেশের ক্রিকেট সম্পর্কের উন্নতি হবে। তবে সে আশা জল ঢেলে দিয়েছেন তিনি। আপাতত দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে না বলে জানিয়েছে রমিজ রাজা।

পিসিবির দায়িত্ব নিয়েই গণমাধ্যমের মুখোমুখি হন রমিজ রাজা। সেখানেই জানান, দুই দেশের রাজনৈতিক প্রভাব খেলার মাঠে পড়ায় খেলার অবকাঠামো নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। এ কারণেই আপাতত ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়ানোর কোনো সুযোগ তিনি দেখেছেন না। তবে এ নিয়ে তাড়াহুড়ো করতে চান না বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে রমিজ রাজা বলেন, ‘আপাতত অসম্ভব। খেলাধুলায় রাজনীতির প্রভাব পড়ায় এর আবকাঠামো নষ্ট হয়েছে। এখন সাম্যবস্থায় আছে এবং আমরা এ বিষয়ে তাড়াহুড়ো করছি না আপাতত। এখন আমাদের ঘরোয়া এবং স্থানীয় ক্রিকেটে মনযোগ দেওয়া জরুরি।’

দ্বিপাক্ষিক সিরিজ মাঠে না গড়ালেও ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিভিন্ন বৈশ্বিক আসরেই নিয়মিত মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুই দলের মুখোমুখি লড়াই আছে। রমিজ রাজার মতে দুই দলই দারুণ উপভোগ্য ম্যাচ উপহার দিবে।

এ বিষয়ে রমিজ বলেন, ‘এটি (টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ) একটি দারুণ ম্যাচ। আমি পাকিস্তান দলের সঙ্গে দেখা করে বলেছি এবার ভালো কিছু প্রত্যাশা করছি এবং দল তাদের শতভাগ দিয়ে এই আসরে ভালো কিছু করতে মুখিয়ে আছে।’

সর্বশেষ ২০১১ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ আয়োজিত হয়েছিল। ধারণা করা হয়েছিল এরপর থেকে নিয়মিত দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ আয়োজিত হবে। তবে সে প্রত্যাশা আর কোনো আলোর মুখ দেখেনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বিদেশির পাশাপাশি এক দেশি কোচ রাখছে পাকিস্তান

দুই বিদেশির পাশাপাশি এক দেশি কোচ রাখছে পাকিস্তান

পঞ্চপান্ডব’র তিনজনই মোহামেডানে

পঞ্চপান্ডব’র তিনজনই মোহামেডানে

সভাপতির পর নতুন কোচ পেল পাকিস্তান ক্রিকেট

সভাপতির পর নতুন কোচ পেল পাকিস্তান ক্রিকেট

ইংল্যান্ড সাবেকদের কড়া জবাব দিয়ে কোহলিদের পাশে ইনজামাম

ইংল্যান্ড সাবেকদের কড়া জবাব দিয়ে কোহলিদের পাশে ইনজামাম