ভিসা জটিলতায় আটকে গিয়েছিল মোস্তাফিজুর রহমানের দুবাই যাত্রা। তবে অবশেষে ভিসা সমস্যার সমাধান করেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে দুবাই উড়ে গেলেন মোস্তাফিজ। আইপিএলে মোস্তাফিজের সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী।
রোববার (১২ সেপ্টেম্বর) সাকিব আল হাসানের সঙ্গে একই সাথে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল তার। তবে ভিসা সমস্যা থাকায় সাকিবের সাথে একই সাথে যেতে পারেননি তিনি। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ভিসা সমস্যার সমাধান হওয়ার দিন রাতেই সস্ত্রীক ঢাকা ছাড়েন তিনি।
সোমবার রাত ১ টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৫ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের ১৪তম আসরের প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও স্ত্রীকে সাথে নিয়েছেন কাটার মাস্টার।
আইপিএলের ১৪তম আসরে নিজের পুরোনো ছন্দ খুঁজে পেয়েছেন মোস্তাফিজ। নতুন দল রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ম্যাচে ৮ উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ। বোলিংয়েও বেশ মিতব্যয়ী ছিলেন। সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজেও বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি।
করোনাভাইরাস মহামারির কারণে মাঝপথেই আইপিএলের ১৪তম আসর স্থগিত করা হয়। তবে সব শঙ্কা কাটিয়ে রোববার (১৯ আগস্ট) থেকে আবারও মাঠে গড়াবে আইপিএলের স্থগিতকৃত অংশ। রোববার আইপিএলে অংশ নিতেন দেশ ছাড়েন সাকিব আল হাসান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]