ঘাড়ের নার্ভের সমস্যার কারণে চিকিৎসকের ছুরির নিচে যাচ্ছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন। বেশ কিছুদিন ধরেই এ সমস্যায় ভুগছেন তিনি। তবে ব্যাথা অতিরিক্ত বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে অস্ত্রপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নার্ভের ইনজুরির সমস্যা কাটিয়ে টিম পেইন কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনও নিশ্চিত করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে পেইন আশা করছেন অ্যাশেজের আগেই মাঠে ফিরবেন তিনি।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সিএ এক বিবৃতিতে জানায় ঘাড়ের ডিস্ক ফুলে যাওয়ায় বাঁ হাতে ব্যাথা অনুভব করছেন পেইন। চিকিৎসক তাকে অস্ত্রপচারের পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অস্ত্রপচার করানো হবে বলে ধারণা করা হচ্ছে।
অস্ত্রপচারের পর চলতি বছরের অক্টোবরে মাঠে ফিরবেন বলে আশাবাদী পেইন। স্পাইনাল সার্জন এবং সিএ-র মেডিকেল টিমের সম্মিলিত সিদ্ধান্তে অস্ত্রপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পেইন বলেন, ‘মেরুদণ্ডের সার্জন ও সিএ মেডিকেল টিমের সম্মিলিত সিদ্ধান্ত, এখন অস্ত্রোপচার করালে গ্রীষ্মের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার যথেষ্ট সময় পাওয়া যাবে। আশা করছি, এই মাসের শেষের দিকে শারীরিক কসরত পুনরায় শুরু করতে পারব এবং অক্টোবরে পুরোপুরি অনুশীলনে ফিরতে পারব। (অ্যাশেজের) প্রথম টেস্টে খেলতে প্রস্তুত হয়ে উঠব আমি এবং খুবই উন্মুখ হয়ে অপেক্ষায় আছি দুর্দান্ত এক মৌসুমের জন্য।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]