ইনজুরিসহ নানা কারণে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তারই ধারাবাহিকতায় এ ফরম্যাটের বিশ্বকাপ আসর থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। বিশ্বকাপে তামিমের অনুপস্থি অন্যদের জন্য বড় সুযোগ দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একই সাথে বিশ্ব আসরের মঞ্চে ড্যাশিং এ ওপেনারকে কতটা মিস করা হবে তা সময়ে উপরে ছেড়ে দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
বিশ্বকাপ থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেওয়ার পর তাকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির নিয়মানুযায়ী ১৫ সদস্যের মূল দলের সাথেও স্ট্যান্ডবাই হিসেবে আরও তিনজনকে রেখেছেন নির্বাচকরা।
তামিম না থাকায় স্কোয়াডে তিনজন ওপেনার রাখা হয়েছে। তারা হলেন- নাঈম শেখ, লিটন দাস এবং সৌম্য সরকার। তাদের মধ্য থেকেই দুইজনকে দিয়ে ওপেন করা হবে। বিশ্বকাপে তামিম ছাড়া বাকি তিন ওপেনারকে নিয়ে আশাবাদী মাহমুদউল্লাহ রিয়াদ।
তিনি বলেন, ‘ওরা ভালোই করছে। নাঈম কয়েকটা সিরিজে আমাদের দলের হয়ে সর্বোচ্চ রান করেছে। লিটন একটা সিরিজে ছিল না। হয়তো মনের মতো ব্যাটিং করতে পারেনি। সৌম্য একটা ম্যাচেই সুযোগ পেয়েছে। তবে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ডে ও খুব ভালো ব্যাটিং করেছে।’
আরও পড়ুন> সত্যিই দুর্ভাগ্য, তামিমকে মিস করবে দল: নান্নু
দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে এসব কথা জানান মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি আরও বলেন, ‘এগুলো নিয়ে (বিশ্বকাপে) চিন্তার কিছু নেই। যখন আমরা একটু ব্যাটিং সহায়ক উইকেটে খেলব, তারা তাদের সামর্থ্যের প্রমাণ দেবে।’
বিশ্বকাপে তামিমের মতো একজন অভিজ্ঞ ওপেনারকে মিস করার বিষয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সময়ই বলে দেবে যে দলের চাহিদাটা কী। তামিম অবশ্যই ভালো একজন ক্রিকেটার এবং বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান।’
আরও পড়ুন> তামিম-রিয়াদের মাঝে ‘দ্বন্দ্ব’ খুঁজে পাননি বিসিবি সভাপতি
তামিম ছাড়া বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েও নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বাকি ওপেনাররা। বিশেষ করে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সিরিজে ওপেনারদের ব্যাটে রান খরার দৃশ্য স্পষ্ট। যদিও বিশ্ব আসরে আবারও তাদের জন্য সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক।
কিনি বলেন, ‘বড় মঞ্চে (বিশ্বকাপে) নিজেদের প্রমাণের জন্য এটা অন্যদের (নাঈম, লিটন, সৌম্য) জন্যও বড় সুযোগ।’
সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেছেন তিনি। বলেন, ‘দলের সবকিছুতেই সাকিবের অনেক বড় ভূমিকা থাকে। সব ক্ষেত্রেই ওর অবদান থাকে। আমি আশাবাদী যে, ২০১৯ বিশ্বকাপের মতো এবারও সে সেরাটাই দেবে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]