ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট না খেলায় ভারতীয় ক্রিকেটারদের নিয়ে সাবেক অনেক ক্রিকেটার সমালোচনা করেছেন। তবে ভারতের ক্রিকেটারদের সিদ্ধান্তকে সমর্থন করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি জানান, কোহলিদের সিদ্ধান্ত সঠিক ছিল।
সিরিজের চতুর্থ টেস্ট চলাকালে ভারতের কোচ রবি শাস্ত্রী করোনায় আক্রান্ত হন। এতে শাস্ত্রীসহ বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিও নিতিন প্যাটেলকে আইসোলেশনে পাঠানো হয়। আর ম্যানচেস্টার টেস্ট শুরুর আগে করোনা আক্রান্ত হন ভারতের সহকারী ফিজিও যোগেশ পারমার।
টসের মাত্র দেড় ঘণ্টা আগে সিরিজের পঞ্চম টেস্টটি বাতিল ঘোষণা করা হয়। তবে এভাবে টেস্ট বাতিল হওয়ায় ভারতের ক্রিকেটারদের কাঠগড়ায় তুলছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। মূলত আইপিএলের কারণে টেস্ট বাতিল করা হয়েছে বলে দোষছেন তারা। মাইকেল ভন বলেছেন, ‘আইপিএল এবং অর্থই ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করে দিল!’
সাবেক পেসার স্টিভ হার্মিসনের বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের শেষের শুরু। যে যতই চেষ্টা করুক, আসল সত্য ঢাকা দিতে পারবে না কেউই। আইপিএলের জন্যই টেস্ট বাতিল করা হয়েছে।’
তবে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের সাথে একমত নন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক রুদ্ধশ্বাস একটা সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট হলো না। কিন্তু ভারতীয় দলের দিকটাও দেখতে হবে। তাদের চারজন আগেই আক্রান্ত হয়েছিল। কোচদের ছাড়া তারা ওভাল টেস্ট খেলে জিতেছে। এখন ফিজিও আক্রান্ত।’
ইনজামাম আরও বলেন, ‘ক্রিকেটারদের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ফিজিওর সাথে একই ড্রেসিংরুমে ছিল ক্রিকেটাররা। ফিজিও ছাড়া টেস্ট ম্যাচ খেলা খুব কঠিন। প্রত্যেক দিন খেলা শেষে ফিজিও ক্রিকেটারদের অনেক বেশি কাজে লাগে। কোহলি-রোহিতদের সিদ্ধান্তকে আমি সমর্থন করছি। তারা সময় মত সঠিক সিদ্বান্তই নিয়েছে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]