ঢাকার অদূরে মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মার তীরঘেঁষে আরও একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করছে বাংলাদেশ। দেশের দশম এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ারে নামকরণের প্রস্তাব করা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। নতুন এ স্টেডিয়াম নির্মাণের সকল পরিকল্পনা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
শনিবার (১১ সেপ্টেস্বর) স্টেডিয়ামের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এসব তথ্য জানান। এ সময় প্রকল্পের মূল উদ্যোক্তা স্থানীয় (মানিকগঞ্জ-১) সাংসদ ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় উপস্থিত ছিলেন।
স্টেডিয়ামের জন্য বরাদ্দ জায়গা পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে। জায়গাটি আমাদের প্রাথমিকভাবে পছন্দ হয়েছে। এখানেই আমরা স্টেডিয়াম নির্মাণ করতে চাই।
এ স্টেডিয়াম নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। যা গত দুই বছর ধরে অনানুষ্ঠানিকভাবে এ বিষয়ে আলোচনা চলছিল। শনিবার প্রস্তাবিত জায়গাটি ক্রীড়া প্রতিমন্ত্রীর পরিদর্শনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলো।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মানিকগঞ্জে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির ব্যাপারে। সে অনুযায়ীই আমরা কাজ শুরু করেছি। আগেই শুরু হয়েছিল, মাঝে করোনার জন্য থেমে যায়।’
তিনি আরও বলেন, ‘ফিজিক্যালি পরিদর্শনের পর টেকনিক্যাল টিমের কাজ শুরু হবে শিগগিরই। এরই মধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে ওয়ার্ক অর্ডার দিতে পারবো।’
মানিকগঞ্জ-পাটুরিয়া ফেরিঘাটের পাশে পদ্মা রিভারভিউ রিসোর্টের পেছনের জমিটি বাছাই করা হয়েছে স্টেডিয়ামের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় হওয়ায় চলতি অর্থ-বছরের মধ্যেই কাজ শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘টেকনিক্যাল টিমের পরিদর্শনে আপনারা জানেন বিভিন্ন ধরনের সমীক্ষা হয়, এখানকার মাটি উপযুক্ত কি-না, কত নিচে যেতে হবে -এসব নানা পরীক্ষা করতে হয়। সাধারণত এটার জন্য তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে। যেহেতু প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, উনি নিজে ঘোষণা করেছেন, আমরা চেষ্টা করবো এ অর্থ-বছরই যেন স্টেডিয়ামটির নির্মাণ কাজ শুরু করা যায়। ফিজিক্যাল স্টাডির জন্য আমরা ইতিমধ্যে ৪ কোটি টাকা বরাদ্দ করেছি।’
শেখ হাসিনার নামে ঢাকার পূর্বাচলে আরও একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। তবে একই নামে আরও একটি স্টেডিয়াম হলেও কোন সমস্যা নেই বলেন জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘অসুবিধা নেই, আমাদের শেখ কামাল নামে স্টেডিয়াম আছে কক্সবাজারে আবার কুষ্টিয়াতেও করতেছি একই নামে। তো একই নামে হতে পারে।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]