নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াডে রায়ান টেন ডেসকাট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ এএম, ১২ সেপ্টেম্বর ২০২১
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াডে রায়ান টেন ডেসকাট

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। দলে সুযোগ পেয়েছেন ৪১ বছর বয়সী ক্রিকেটার রায়ান টেন ডেসকাট। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে ছোট দেশের বড় তারকা আরও একবার বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দিবেন পিটার সিলার। এছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ বেন কুপার, স্টিফেন মাইবার্গ এবং রুডলফ ভ্যান ডার মারউই।

কাউন্টি ক্রিকেটে খেলেন এমন সাত ক্রিকেটারকে স্কোয়াডে রেখেছে নেদারল্যান্ড। এছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলা পল ভ্যান মিকরিনকেও দলে ডেকেছে ডাচরা। নেদারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে সিপিএলে সুযোগ পেয়েছেন এ পেসার।

বিশ্বকাপে এবারের আসরে নিজেদের শক্তির জায়গা হিসেবে পেস ইউনিটকে এগিয়ে রাখছেন কোচ রায়ান ক্যাম্বেল। পেসাররা ইংলিশ কাউন্টি খেলা এবং সেখানে পারফর্ম করায় তাদেরকে নিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন দলটির কোচ।

নেদারল্যান্ড স্কোয়াড
পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ফিলিপে বইসেভেইন, বাস ডি লিডে, পল ভ্যান মিকরিন, বেন কুপার, ম্যাক্স ও’ডড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ভ্যান ডার গাটেন, রিলফ ভ্যান ড্যার মিরউই, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লগান ভ্যান বিক, স্টিফেন মাইবার্গ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

তামিমকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রিয়াদের

সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রিয়াদের

টানা সিরিজ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে : রিয়াদ

টানা সিরিজ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে : রিয়াদ

বিশ্বকাপে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ তাহির

বিশ্বকাপে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ তাহির