টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ফলে তাকে আর বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। এদিকে, স্যোশাল মিডিয়াসহ কিছু সংবাদ মাধ্যমের খবরেও বলা হয়, কোচ ছাড়াও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে দূরত্ব থাকায় বিশ্বকাপে খেলছেন তা তামিম। তবে বিষয়টি উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, তাদের মাঝে কোনো সমস্যা খুঁজে পায়নি।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি এ কথা বলেন।
বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম কথা হলো, ওয়ানডে অধিনায়কের সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়কের... তার মানে আপনারা তামিমের সঙ্গে রিয়াদের সমস্যার কথা বলছেন বা আছে কি-না। এখন জৈব সুরক্ষা বলয় চলছে। দলের সঙ্গে থাকার (তার) কোনো সুযোগ নেই। তারপরও আমি যতটুকু দেখেছি, আমি কোনো সমস্যা দেখিনি।’
তিনি বলেন, ‘আমি জালাল ভাইকে (জালাল ইউনূস) জিজ্ঞেস করেছি, যিনি গিয়েছিলেন দলের সঙ্গে। আমি ববি ভাইকে জিজ্ঞেস করেছি। তারা কোনো সমস্যা খুঁজে পায়নি। তাই এ বিষয়টি নিয়ে মন্তব্য করার কোন কারণই আমি দেখছি না।’
তামিম ইকবাল বিশ্বকাপে না খেলার ঘোষণা দেওয়ার পর গুঞ্জন রয়েছে বিসিবি সভাপতি তামিমকে খেলার জন্য রিকোয়েস্ট করেছিলেন। এ বিষয়টিও সত্য নয় বলে জানান নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘তামিমকে আমি অ্যাপ্রোচ করেছি, ও (তামিম) যেন ওর সিদ্ধান্ত রিভিউ করে বা ফেরত আসে, এ রকম কোনো ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ ভুল তথ্য।’
এমন ঘটনা না ঘটার কারণ হিসেবে নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিম এ সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু আমার সঙ্গে আলাপ করেছে। ও যেখানে যা করেছে, আমার সঙ্গে আলাপ করেই করেছে। সেখানে তাকে আবার আমি কীভাবে বলবো সিদ্ধান্তটা রিভিউ করতে।’
তিনি আরও বলেন, ‘আমি তো সম্মতি (বিশ্বকাপে না খেলা) দিয়েছি তাকে। তবে রিয়াদেরটা (টেস্ট থেকে অবসর) আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]