বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের প্রায় দেড় বছর পর আবারও মাঠে নামলো যুব দল। পরিকল্পনা থাকার পরও করোনাভাইরাস মহামারির কারণে তা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে সব বাঁধা পেরিয়ে বাংলাদেশে এসেছে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আফগান যুবাদের ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ যুব দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মেহেরাব হাসান। তবে ব্যাটিংয়ে নেমে ১০০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অবশ্য অধিনায়কের ব্যাটে শেষ পর্যন্ত ১৫৪ রানে থামে বাংলাদশের ইনিংস।
১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে রিপন মন্ডলের বোলিং তোপে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের যুবারা।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ১২ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন মফিজুল ইসলাম এবং আরিফুল ইসলা। এরপর আইচ মোল্লার ব্যাটে রানে চাকা কিছুটা সচল হতে শুরু করে। ২২ রানে তিনিও ফিরে যান। ওপেনিংয়ে নামা নওরোজ নাবিলও ৪২ রানের বেশি করতে পারেননি।
এরপর এক প্রান্ত আগলে ছিলেন অধিনায়ক মেহেরাব হাসান। অপর প্রান্তের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যেই ছিলেন। মেহেরাব শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৭ বলে ৪৯ রান করেন।
আফগানিস্তানের হয়ে বেলাল সামি ৪ উইকেট শিকার করেন। শহিদুল্লাহ হাসানি তিনটি এবং ইজহারুল হক নাভিদ দুইটি উইকেট শিকার করেন।
মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে। তবে ওপেনার সুলিমান সুফি দলকে জয়ের বন্দরের দিকে ভেড়াচ্ছিলেন। তবে নাঈমুর রহমান তাকে প্যাভিলিয়নে ফেরালে আর কেউ বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। এরপর রিপন মন্ডলের বোলিংয়ে খেই হারিয়ে ফেলে তারা।
বাংলাদেশের হয়ে রিপণ মন্ডল চারটি উইকেট শিকার করে। এছাড়াও দুইটি করে উইকেট শিকার করেন নাঈমুর এবং আশিকুর জামান। রোববার (১২ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল: ১৫৪/১০ (ওভার ৩৮.৩) (মেহেরাব ৪৯, নাবিল ৪২, আইচ ২২; সামি ৪/২১, হাসানি ৩/৩৮)
আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দল: ১৩৮/১০ (ওভার ৪৮.২) (সাফি ৪৮, খারাতো ২৬, ইজাজ ১৮; রিপন ৪/২০, নাইমুর ২/৩১, আশিকুর ২/২৫)
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]