নিউজিল্যান্ড সিরিজের আগে পাকিস্তান দলে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০২১
নিউজিল্যান্ড সিরিজের আগে পাকিস্তান দলে করোনার হানা

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এ সিরিজের দলে থাকা মোহাম্মদ নেওয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ আসায় বর্তমানে তিনি ১০ দিনের আইসোলেশনে আছেন।

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের করোনা পরীক্ষার নমুনা নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখানেই মোহাম্মদ নেওয়াজের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

নেওয়াজ করোনায় আক্রান্ত হলেও নেগেটিভ এসেছে বাকি ক্রিকেটারদের ফলাফল। তাই শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে বাকি ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন।

বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার সিরিজের শেষ ম্যাচ খেলে, শনিবার (১১ সেপ্টেম্বর) পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে কিউইরা।

দীর্ঘ ১৮ বছর পর দ্বিপাক্ষীয় কোনো সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড। সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল কিউইরা।

পাকিস্তান সফরে প্রথমে ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ দলে কোহলিদের মেন্টর ধোনি

বিশ্বকাপ দলে কোহলিদের মেন্টর ধোনি

আফগান নেতৃত্বে ফিরলেন মোহাম্মদ নবি

আফগান নেতৃত্বে ফিরলেন মোহাম্মদ নবি

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম

আফগানিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন শেহজাদ-শাপুর

আফগানিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন শেহজাদ-শাপুর