দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেভিড ভিসেকে স্কোয়াডে রেখেই চলতি বছরে অনুষ্ঠিতব্য টি--টোয়েন্টু স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া। ১৫ সদস্যের মূল স্কোয়াডের বাইরে মরিটাস এঙ্গুপিটাকে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রেখেছে নামিবিয়া।
চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মত মাঠে নামবে নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের নামিবিয়া খেলবে 'এ' গ্রুপে। দলকে নেতৃত্ব দিবেন জেরার্ড এরাসমাস।
নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটারই সর্বশেষ উগান্ডা সিরিজে ছিলেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ইমার্জিং দলের বিপক্ষেও দুর্দান্ত পারফর্মন্সেও করেছেন।
সর্বশেষ সিরিজগুলোতে ভালো পারফর্মেন্স করায় দল নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। দলটির মূল আকর্ষণ থাকবে ডেভিড ভিসে। সাবেক প্রোটিয়া এ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ ওয়ানডে, ২০ টি-টোয়েন্টি খেলেছেন।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কোনো লেগ স্পিনার না থাকলেও নামিবিয়া দলে আছেন লেগ স্পিনার নিকোল লফি ইয়াতন। এছাড়াও আছেন অভিষেকের অপেক্ষায় থাকা মিচেল ভ্যান লিঙ্গেন।
নামিবিয়া স্কোয়াড
জেরার্ড এরামাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বার্কেনস্টক, মিকাও দু প্রিজ, জান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন, নিকল লফি ইয়াতন, বার্নাড স্কল্টজ, বেন শিকংগ, জেজে স্মিত, রুবেন ট্রাম্পেলমান, মাইকেল ভ্যান লিঙ্গেন, ডেভিড ভিসে, ক্রেইগ উইলিয়ামস ও পিকি ইয়া ফ্রান্স।
স্ট্যান্ড বাই
মরিটাস এঙ্গুপিটা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]