দেড় বছর পর ম্যাচে ফিরছে টাইগার যুবারা, প্রতিপক্ষ আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১
দেড় বছর পর ম্যাচে ফিরছে টাইগার যুবারা, প্রতিপক্ষ আফগানিস্তান

ফাইল ফটো

বাংলাদেশ-আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার (১০ সেপ্টেম্বর)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজ উপলক্ষে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

জৈব সুরক্ষা পরিবেশে একই ভেন্যুতে সিরিজের পরের ম্যাচগুলো যথাক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে। এছাড়া ওয়ানডে সিরিজ শেষে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চার দিনের ম্যাচ খেলে আফগানিস্তান ও বাংলাদেশের যুবারা।

গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তান দখল করে নেয়। এরপরই দেশটির ক্রিকেট নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিলেও বাংলাদেশের মাটিতে পা রাখে আফগানিন্তান অনূর্ধ্ব-১৯ দল। সিলেটে পৌঁছে হোটেল কোয়ারিন্টেনে থাকার পর অনুশীলন শুরু করেছে তারা। তবে, পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ায় ৩ ক্রিকেটার আইসোলেশনে আছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর আর কোনো সিরিজ খেলেনি বাংলাদেশের যুবারা। করোনার কারণে সবই স্থগিত ছিল। দেড় বছরের বেশি সময় পর আফগানিন্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে যুবাদের ২০২১ সালের মিশন।

বাংলাদেশ দল
মফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহরব হোসেন (অধিনায়ক), খালিদ হাসান, আইচ মোল্লাহ (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল নোমান, গাজী মোহাম্মদ, তাজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন, গোলাম কিবরিয়া।

স্টান্ডবাই- আরিফ আহমেদ অনিক ও শাহারিয়ার আলম মাহিন।

আফগানিস্তান দল
সুলিমান আরবজাই, সুলিমান সাফি, বিলাল সায়েদী, বিলাল আহমেদ তারিন, শহীদ হাসানি, কামরান হোটাক, নানগেয়ালিয়া খান, জাহিদুল্লাহ সালিমি, বিলাল সামি, মোহাম্মদউল্লাহ নাজিবউল্লাহ, ইজাজ আহমেদ আহমেদজাই, ইজহারউল্লাহ নাভিদ, মোহাম্মদ নাভিদ জাদরান, ইয়ামা আরব, ফয়সাল খান আহমেদজাই, সাবাউন বানুরি, মোহাম্মদ ইশাক জাজাই, ইজাজ আহমেদ আজাদ, আল্লাহনূর নাসেরি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

তামিমকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম

সত্যিই দুর্ভাগ্য, তামিমকে মিস করবে দল: নান্নু

সত্যিই দুর্ভাগ্য, তামিমকে মিস করবে দল: নান্নু

বিশ্বকাপের পরিকল্পনাতে ছিলেন না স্ট্যান্ডবাইয়ে থাকা বিপ্লব

বিশ্বকাপের পরিকল্পনাতে ছিলেন না স্ট্যান্ডবাইয়ে থাকা বিপ্লব