শুরুতে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত আফগানিস্তানের ক্রিকেটকে সমর্থন দিয়েছে তালেবানরা। ঘোষণায় জানিয়েছিল, ক্রিকেটের উন্নয়নে সবধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। ছেলেদের ক্রিকেটের অনুমতি দিলেও মেয়েদের ক্রিকেটকে সমর্থক করেনি তালেবানরা।
চলতি বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট খেলবে আফগানিস্তান। তবে নারীদের ক্রিকেটের প্রতি এ রকম বৈষম্যমূলক আচরণে শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া সফর। নারী ক্রিকেটের বৈষম্যমূলক আচরণের বিষয়টি ভালোভাবে নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
নারীদের ক্রিকেট নিষিদ্ধ করার বিষয়ে অফিসিয়াল বিবৃতি দিয়েছে সিএ। সেখানে তারা জানিয়েছে, ক্রিকেটকে এমন একটি খেলা যা সবাই খেলতে পারে। সেই সঙ্গে নারী ক্রিকেটের প্রতি পূর্ণ সমর্থন দেয় সিএ।
সিএ বিবৃতিতে লিখেছে, ‘বিশ্বব্যাপী নারী ক্রিকেটের বিকাশ ঘটনারোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। ক্রিকেটের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এমন এটি খেলা যা সবার জন্য গুরুত্বপূর্ণ। সে সাথে আমরা পরিষ্কারভাবে এ খেলায় আমরা নারীদের প্রতিটি স্থরের প্রতি সমর্থন করি।’
তালেবানরা নারী ক্রিকেটকে সমর্থন করছে না এমন খবরের সত্যতার অপেক্ষায় আছে সিএ। বিষয়টি প্রমাণিত হলে কঠোর অবস্থানে যাওয়ার হুশিয়ারি দিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘটনা সত্যি হলে অস্ট্রেলিয়া-আফগানিস্তানের একমাত্র টেস্টটি বাতিল করতে বাধ্য হবে বলে জানায় তারা।
বিবৃতিতে আরও জানায়, ‘সংবাদমাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী নারীদের ক্রিকেট যদি আফগানিস্তান সমর্থন না করা হয়, তাহলে অন্য কোনো সিদ্ধান্ত নিবে না। সরাসরি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাতিল করা হবে। এ গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতার জন্য তাসমানিয়া এবং অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]