আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করলো তালেবান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১২ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১
আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে নারীদের ক্রিকেট নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তালেবান ক্ষমতা দখলের পর থেকেই ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কায় পড়েছিল সেখানকার ক্রিকেটাররা। পুরুষদের ক্রিকেট খেলার অনুমতি দিলেও নারীরা পাচ্ছেন না সে সুবিধা।

তালেবানদের মতে ক্রিকেট খেলায় নারীদের মুখ এবং শরীরের কিছু অংশ অনাবৃত থাকে। যা ইসলামকে কখনই সমর্থন করে না। ইসলামে সমর্থন না করায় আফগানিস্তানে ক্রিকেটকে নিষিদ্ধ করেছে তালেবান সরকার।

তালেবান সরকারের সংস্কৃতি কমিশনের প্রধান আব্দুল্লাহ ওয়াসেক বলেন, ‘ক্রিকেট খেলায় কখনো কখনো এমন একটি পরিস্থিতির সৃস্টি হয়,যেখানে নারীর মুখ এবং শরীরের কিছু অংশ অনাবৃত হয়ে পড়ে। ইসলাম কখনোই এটা সমর্থন করে না।’

তিনি আরও জানান, ‘বর্তমান মিডিয়ার যুগে ছবি কিংবা ভিডিও মানুষের চোখ এড়ায় না। ইসলাম এবং ইসলামিক এমিরেট কখনই নারীদের ক্রিকেট সমর্থন করে না। এমনকি যে খেলায় নারীরা বেশি এক্সপোজড হবে তাও ইসলাম সমর্থন করে না।’

তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হয়। ক্ষমতাসীন তালেবানরা হঠাৎই ক্রিকেট খেলার অনুমতি দেওয়ায় সে শঙ্কা কেটে যায়।

তবে ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি দিলেও এতদিন পর্যন্ত নারীদের খেলার অনুমতি বিষয়ে কিছুই জানায়নি তারা। অবশেষে এ বিষয়েও সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা। তালেবানদের এ সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে পুরুষ ক্রিকেট দলের উপর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা, নেই তাহির-ডু প্লেসিস

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা, নেই তাহির-ডু প্লেসিস

মেন্টর হওয়ায় ধোনির বিরুদ্ধে মামলা

মেন্টর হওয়ায় ধোনির বিরুদ্ধে মামলা

ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, চমক অশ্বিন

ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, চমক অশ্বিন

চমক রেখেই বিশ্বকাপ স্কোয়াড দিল ইংল্যান্ড

চমক রেখেই বিশ্বকাপ স্কোয়াড দিল ইংল্যান্ড