চলতি বছরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্ট বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। সবকিছু ঠিকঠাক থাকলে সপ্তম আসরেও মাঠে নামবেন তারা।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এ আসরে মাঠে নামলেই সব আসরে খেলার কীর্তি গড়বেন তারা।
সবগুলো আসরে খেলা ক্রিকেটারদের তালিকায় নিজের নাম উঠানোর সুযোগ ছিল তামিম ইকবালের সামনে। তবে আগে ভাগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় এ সুযোগ পাচ্ছেন না তিনি।
চলতি আসরে মাঠে নামলে সাত আসরে খেলা ক্রিকেটারদের তালিকায় জায়গা পাবেন তারা। এ তালিকায় এ তিনজনের সাথে যুক্ত হতে পারেন ভারতের রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং ডোয়াইন ব্রাভো।
বাংলাদেশি এ তিন ক্রিকেটারের মধ্যে সবার আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে লর্ডস টেস্ট দিয়ে মাঠে নামেন তিনি। তবে ২০০৬ সালে সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পান মুশফিক।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সাকিব আল হাসান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পান।
সবার শেষে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও প্রথম বাংলাদেশি হিসেবে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন সর্বোচ্চ ১০১ টি-টোয়েন্টি।
এছাড়াও মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান খেলেছেন যথাক্রমে ৯০ এবং ৮৮ টি-টোয়েন্টি ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]