সিরিজ জয়ের কৃতিত্ব সবাইকে দিলেন অধিনায়ক রিয়াদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সে কিউইদেরকে মাত্র ৯৩ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। ব্যাটসম্যানদের দৃঢ়তায় ম্যাচের শেষ ওভারে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। দলের সবার অবদানেই জয় নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুরের টস জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। নাসুম এবং মোস্তাফিজের বোলিং তোপে ইনিংস শেষ হওয়ার তিন বল আগেই মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। নাসুম আহমেদ ৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৪ উইকেট তুলে নেয়।

নিউজিল্যান্ডকে অল্প রানে গুটিয়ে দেওয়া কৃতিত্ব বোলারদের দেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘অল্প রানে আটকে দেওয়ার জন্য আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। সবাই বেশ ভালো বোলিং করেছে। বিশেষ করে নাসুম যেভাবে বোলিং করেছে তা অসাধারণ ছিল। মেহেদি, মোস্তাফিজও ভালো বোলিং করেছে।’

৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুর দিকে বেশ বিপদে পড়েছিল বাংলাদেশ। পরবর্তীতে অধিনায়ক মাহমুদউল্লাহ এবং ওপেনার মোহাম্মদ নাঈম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ৬৭ রানে নাঈমের বিদায়ের পর ঠান্ডা মাথায় দলকে জয়ের বন্দরে ভেড়ান অধিনায়ক রিয়াদ।

নাঈমের সাথে ভালো জুটি গড়তে পেরে বেশ খুশি অধিনায়ক রিয়াদ। তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা তাদের তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। এই লক্ষ্য তাড়া করতে আমাদের কেবল ভালো একটা জুটি দরকার ছিল। আমি ও নাইম চেষ্টা করেছি সেই জুটি গড়তে। নাইম অনেক ভালো ব্যাটিং করেছে এবং আফিফ দারুণভাবে শেষ করেছে।’

ম্যাচে নিজেদের ব্যাটিংয়ের লক্ষ্য নিয়ে রিয়াদ বলেন, ‘আমাদের জুটি গড়তে শুরুতে ১০, ২০, ৩০ করে এগিয়ে ম্যাচটা কাছে আনার লক্ষ্য ছিল এবং সেখান থেকেই ম্যাচটি বের করে আনার।’

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটার সবাইকেই কৃতিত্ব দিয়েছেন কাপ্তান। বলেন, ‘এ জয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের সবার তারা যেভাবে খেলেছে, যেভাবে আজ ফিরে এসে জয়ের ক্ষুধা দেখিয়েছে।’

সিরিজের শেষ ম্যাচে আরও উন্নতি করে বিশ্বকাপের আগে সর্বশেষ ম্যাচ শেষ করতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘বাংলাদেশের এখনও একটি ম্যাচ জয়ের সুযোগ আছে। আশা করি আমরা আরও উন্নতি করে ইতিবাচকভাবে মাঠে ফিরবো এবং ম্যাচ জিতবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষেও ইতিহাস গড়লো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষেও ইতিহাস গড়লো বাংলাদেশ

দুই মেডেন রেকর্ড বুকে নাসুম

দুই মেডেন রেকর্ড বুকে নাসুম

বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে

বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে

সেরা দশে ফিরলেন সাকিব

সেরা দশে ফিরলেন সাকিব