চলতি বছরে অনুষ্ঠিতব্য অ্যাশেজের লড়াইয়ে গ্যালারিতে পূর্ণ দর্শক থাকবে বলে আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। করোনাভাইরাস মহামারির মধ্যে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিলেও এখনও পূর্ণ দর্শকের প্রবেশের অনুমতি দেয়নি অস্ট্রেলিয়া সরকার। তবে অস্ট্রেলিয়া জুড়ে করোনার প্রভাব কমে আসায় অস্ট্রেলিয়া সরকার অনুমতি দিবে বলে আশা করছে সিএ।
অস্ট্রেলিয়ার দুই বড় শহর সিডনি এবং মেলবোর্ণে করোনাভাইরাস পরিস্থিতি দেশের অন্যান্য অংশ থেকে বেশি হওয়ায় এ দুই শহরের বর্ডার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে অ্যাশেজের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী সিএর প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হুকলি।
অ্যাশেজের সবগুলো ম্যাচই দর্শক প্রবেশ করতে পারবে বলে আশাবাদী সিএর প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘আমরা চাই দর্শকরা মাঠে ফিরুক। এর জন্য আমরা সর্বশেষ দুই মাস ধরে কাজ করছি। আশা করি স্বাস্থ্য কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দিবে।’
হুকলি জানান, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ক্রিকেটারদের সাথে তাদের পরিবারকে আনার অনুমতি দিচ্ছি। এছাড়াও ক্রিকেটারদের পরিবারের জন্যও ব্যবস্থা করছে বলে জানান তিনি।
এ বিষয়ে প্রধান নির্বাহী বলেন, ‘আমরা ইসিবির সাথে বেশ ভালো ভাবেই কাজ করছি। ক্রিকেটারদের বায়ো-বাবলে রাখার অভিজ্ঞতা আমাদের আছে। আশা করি ভবিষ্যতে আমাদের কোনো সমস্যা হবে না।’
পরিবার ছাড়া ইংলিশ ক্রিকেটাররা অ্যাশেজে খেলতে আসবেন এমনটাই জানিয়েছিল বিভিন্ন ইংলিশ গণমাধ্যম। তবে পরিবারসহ অস্ট্রেলিয়া সফরের অনুমতি দেওয়ায় ক্রিকেটাররা আসবেন বলে আশাবাদী সিএর প্রধান নির্বাহী।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]