অনুশীলনের সময় হাতে আঘাত পেয়ে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। অনুশীলনের বাঁ হাতে ইনজুরি পান তিনি। ইনজুরির কারণে শল্যবিদের ছুরির নিচেও যেতে হয়েছে তাকে।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ২০১৯ সালে শ্রীলঙ্কা সিরিজে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট এবং টি-টোয়েন্টি খেলেছেন যথাক্রমে ২০১৪ এবং ২০১৫ সালে।
কিছুদিন আগে অনুশীলনে হাতের ইনজুরিতে পড়েন এনামুল হক বিজয়। এরপর চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তবে এতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শল্যবিদের ছুরির নিচে জেতে হয়েছে তাকে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি হাসপাতালে তার অস্ত্রপচার সম্পন্ন হয়। এরপর থেকে কিছুটা সুস্থ অনুভব করছেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এনামুল হক বিজয় এ তথ্য জানান। বলেন, ‘কিছুদিন আগে অনুশীলনের সময় হাতে ব্যাথা পেয়েছিলাম। কিছুদিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর তাদের পরামর্শে হাতে অস্ত্রপচার করা হয়েছে।’
ইনজুরি থেকে কবে নাগাদ সুস্থ হবেন সে বিষয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হন এনামুল হক বিজয়। স্পোর্টসমেইল ২৪ কে তিনি জানিয়েছেন চলতি বছর অনুষ্ঠিতব্য জাতীয় লিগের আগেই মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী।
এনামুল হক বিজয় তার ফেসবুক স্ট্যাটাসে সকলের কাছে দোয়া চেয়েছেন। বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত মাঠে ফিরতে পারি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]