বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও একই পথে হাঁটছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে বিশ্বকাপের আগে দল জয়ের ধারাও থাকলেও প্রস্তুতি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কারণ, মিরপুরের স্লো উইকেটে দল জয়ের ধারায় থাকলেও ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোন দ্বিপাক্ষিক সিরিজে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তার আগে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছিল টাইগাররা।
অস্ট্রেলিয়া সিরিজের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচের একটিতে জয় পেলেই নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন জয় বিশ্ব আসরে দলকে নিশ্চিতভাবেই ভালো করতে অনুপ্রেরণা যোগাবে। তবে মিরপুরের স্লো উইকেটে ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক।
দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আশরাফুল বলেন, ‘জয়ের অভ্যাস সবসময়ই ভালো। সেদিক দিয়ে ঠিক আছে। কিন্তু যে ধরনের উইকেটে খেলে জয়গুলো এলো, আমার সন্দেহ আছে।’
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে তা সংযুক্ত আরব আমিরাত ও ওমানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতে অনুষ্ঠিত হলে বাংলাদেশের আবহাওয়ার সাথে কিছুটা মিল থাকলেও আরব-আমিরাতে তা পাচ্ছে না বাংলাদেশ দল।
এছাড়া নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্লো উইকেটে সিরিজ খেলছে বাংলাদেশ। যা বিশ্বকাপের সাথে মেলার সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া দল জিতলেও ব্যাটসম্যানরা কাঙ্ক্ষিত রান করতে পারছেন না।
আশরাফুল বলেন, ‘আমিরাত আর ওমানে সেটি (স্লো উইকেটের অভিজ্ঞতা) কাজে আসবে কি-না, কে জানে। সেখানে তো অনেক স্পোর্টিং উইকেটে খেলতে হবে। জয় যেমন অভ্যাস, ব্যাটসম্যানদের রান করাটাও কিন্তু অভ্যাসেরই ব্যাপার।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন, ‘একটি বড় দল হয়ে ওঠার পেছনে যে কম্পিটিশন দরকার, বাংলাদেশ ক্রিকেট দলের সেই যাত্রা শুরু হলো।’ তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর মিরপুরের উইকেট নিয়ে তিনিও মন্তব্য করেছেন। বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল।’
টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে রানের বন্যা হয়ে যায়। বোলারদের নাস্তাবুদ করা ব্যাটসম্যানদের দিকে চলে যায় ক্যামেরার ফোকাস, সেখানে মিরপুরের এমন কঠিন উইকেটে কতটা প্রস্তুতি নিতে পারছে ব্যাটসম্যানরা। বিষয়টি নিয়েও কথা বলেছেন আশরাফুল।
বাংলাদেশে ক্রিকেট দলের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল বলেন, ‘প্রক্রিয়া ঠিক না হলে কিছুই হবে না। সেদিক থেকে বললে একটু অন্যপথেই বোধহয় হাঁটছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভালো দল হয়ে উঠতে প্রয়োজন বেশি করে ঘরোয়া টুর্নামেন্ট খেলা।’
তিনি আরও বলেন, ‘বিপিএলের বাইরেও আমাদের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট দরকার। একইভাবে ওয়ানডে আর প্রথম শ্রেণির ক্রিকেট নিয়েও কাজ করতে হবে। ঘরের মাঠে নিজেদের মতো করে উইকেট বানিয়ে আমরা হয়তো ম্যাচের পর ম্যাচ জিতব। কিন্তু বিদেশের মাটিতে? এ দিকটা অবশ্যই ভেবে দেখা উচিত।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]