পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৭
পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে বাংলাদেশ

যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টুর্নামেন্টের প্রথম সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠেছে বাংলাদেশ। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ২৬২ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

এ ছাড়া গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে ৮ উইকেটে হারের লজ্জা দেয় বাংলাদেশের যুবারা। বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত। গ্রুপ পর্বে তিন খেলায় অংশ নিয়ে ৬ পয়েন্ট পায় বাংলাদেশের যুবারা।

‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও, ‘বি’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়েছে পাকিস্তান। গ্রুপে ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয়স্থান পায় পাকিস্তান। একই গ্রুপে ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে থেকে সেমিতে উঠেছে আফগানিস্তান।

আগামী ১৭ নভেম্বর সেমিতে আফগানদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স-আপ নেপাল। আজ সেমিতে পাকিস্তানকে হারাতে পারলে আগামী ১৯ নভেম্বর কিনরারা একাডেমি ওভাল মাঠে শিরোপার জন্য মাঠে নামবে বাংলাদেশ।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

ভারতকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

২৬২ রানে মালয়েশিয়াকে হারালো বাংলাদেশ

২৬২ রানে মালয়েশিয়াকে হারালো বাংলাদেশ

আবারও বিরতিতে বিপিএল

আবারও বিরতিতে বিপিএল

কোচ নিয়ে ভাবার প্রয়োজন নেই : মাশরাফি

কোচ নিয়ে ভাবার প্রয়োজন নেই : মাশরাফি