চতুর্থ ম্যাচ জিতে ‘ফাইনালে’ দৃষ্টি দিতে চায় নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২০ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২১
চতুর্থ ম্যাচ জিতে ‘ফাইনালে’ দৃষ্টি দিতে চায় নিউজিল্যান্ড

সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে পিছিয়ে গেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নিয়েছে সফররত নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা এখনো সিরিজ জয়ের কথা ভাবছে না। ম্যাচ বাই ম্যাচ ভাবনায় নিউজিল্যান্ডের আপাতত লক্ষ্য সিরিজে সমতায় ফেরা।

বাংলাদেশ সফরে আসা দলে নেই বিশ্বকাপের স্কোয়াডে থাকা নিউজিল্যান্ডের কোন ক্রিকেটার। তরুণ নির্ভর দলটির বাংলাদেশের আবহাওয়া, উইকেট ছাড়াও কন্ডিশনে মানিয়ে নিতে সময় লাগাটা ছিল স্বাভাকিব। তবে তারা যে মানিয়ে নিয়েছেন সেটা তৃতীয় ম্যাচেই বেশ আঁচ করা গেছে।

টানা দুই ম্যাচ হারের পর চেনা-জানা উইকেটে স্বাগতিকদের সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এবার চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ সমতায় ফেরার বার্তা দিলেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধান কোচ গ্লেন পকনাল।

চতুর্থ ম্যাচের আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের দেওয়া এক ভিডিও তিনি বলেন, ‘আমরা টানা খেলার সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য ভালো। সিরিজে ব্যবধান কমানোর পর কাল (বুধবার) অনেক ভালো খেলতে হবে। জয় তুলে ২-২ এ সমতা আনতে হবে এবং ফাইনালে চোখ রাখতে হবে। ছেলেরা সমতা ফেরানোর জন্য মুখিয়ে আছে।’

ঘরের মাঠে বাংলাদেশ যে ভয়ঙ্কর দল সেটা বেশ ভালো করেই জানে নিউজিল্যান্ড। তবে সিরিজ রক্ষায় চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের সামনে জয়ের বিকল্পও নেই। ফলে সিরিজ রক্ষায় সামর্থ্যের সবটুকু দিয়েই লড়বে তারা।

নিউজিল্যান্ডের কোচ বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশের দারুণ রেকর্ড আছে। শুধু আমাদের বিপক্ষেই নয়, বিশ্বের সব দলের বিপক্ষে তাদের ভালো রেকর্ড আছে। গত ম্যাচ হারার পর তারা (বাংলাদেশ) ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। আমরা বাংলাদেশের এ তাড়না মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। ছেলেরা মোকাবেলা করতে প্রস্তুত।’

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোচ নিয়ে প্রশ্ন তুললেন মাশরাফি

কোচ নিয়ে প্রশ্ন তুললেন মাশরাফি

টি-টোয়েন্টিতে এমন উইকেট মানিয়ে নেওয়া কঠিন : লিটন দাস

টি-টোয়েন্টিতে এমন উইকেট মানিয়ে নেওয়া কঠিন : লিটন দাস

টি-টোয়েন্টিতে  আর কিপিং করতে চান না মুশফিক : ডোমিঙ্গো

টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চান না মুশফিক : ডোমিঙ্গো

মিডল অর্ডারের ব্যর্থতায় দলের এমন হার : মাহমুদউল্লাহ

মিডল অর্ডারের ব্যর্থতায় দলের এমন হার : মাহমুদউল্লাহ