আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তান জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিস। এ দুজনের পদত্যাগের পরই জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন মোহাম্মদ আমির।
চলতি বছরের জানুয়ারিতে আমির জানিয়েছিলেন যদি কখনও টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আসে, তাহলে জাতীয় দলে ফেরার বিষয়ে বিবেচনা করবেন তিনি। দুই কোচের পদত্যাগের পরই পাকিস্তানি গণমাধ্যমে জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
২০১৯ সালে মোহাম্মদ আমির টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। তখন জানিয়েছিলেন তিন ফরম্যাটে ধকল সহ্য করতে না পারায় তিনি বিদায় বলছেন। স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেই পুরাতন রুপ ধরে রাখতে পারেননি তিনি।
আমিরের টেস্ট ক্রিকেটকে বিদায় বলার পর থেকেই টিম ম্যানেজমেন্টের সাথে তার দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসে। এরপরও সীমিত ওভারের ক্রিকেটে খেলে গিয়েছিলেন তিনি।
দ্বন্দ্ব বেশ বেড়ে যাওয়ায় ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মোহাম্মদ আমির। পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০ টি-টোয়েন্টি খেলে ২৫৯ উইকেট শিকার করেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]