সম্প্রতি ঘোষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি মোহাম্মদ মিঠুন। তবে এরপরেও নির্বাচকদের দৃষ্টিতেই আছেন তিনি। জাতীয় দলে জায়গা হারালেও, বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন। এছাড়াও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েসকেও ‘এ’ দলে ডেকেছেন নির্বাচকরা।
বাংলাদেশ হাই পারফর্মেন্স (এইচপি) দলের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে দল ঘোষণা করে বিসিবি। টেস্ট অধিনায়ক মমিনুল হক ‘এ’ দলে নেতৃত্বে থাকবেন।
দীর্ঘদিন ধরেই ‘এ’ দলের কোনো পারফর্মেন্স দেখা যাচ্চিল না। এছাড়াও করোনাভাইরাস মহামারির কারণে বিদেশি কোনো দলের সাথে সিরিজ আয়োজন করতে না পারায় নিজেদের মধ্যেই সিরিজ আয়োজন করছে বিসিবি।
সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের টেস্ট স্কোয়াড থেকে ৮ জন ক্রিকেটারকে ‘এ’ দলের হয়ে দেখা যাবে। তারা হলেন সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত,ইয়াসির আলি চোধুরি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি রাহি এবং ইবাদত হোসেন।
সর্বশেষ সিরিজে বাঁ থাকলেও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে দলে জায়গা পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ, ইরফান শুক্কুর এবং শহিদুল ইসলাম।
নিউজিল্যান্ড সিরিজে নেট বোলার হিসেবে বাংলাদেশ দলের সাথে আছেন কামরুল ইসলাম রাব্বি এবং শহিদুল ইসলাম।
প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে আছেন ইমরুল কায়েস। বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজের স্কোয়াডে তাকে রেখেছেন নির্বাচকরা।
বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
এ সিরিজের জন্য এইচপি স্কোয়াড বেশ আগেই ঘোষণা করা হয়েছে। এইচপি দল জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করছে।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, ইমরুল কায়েস (ওয়ানডে), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরি রাব্বি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি এবং শহিদুল ইসলাম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]