চারদিকে মিরপুরের উইকেট নিয়ে চলছে বেশ সমালোচনা। এরই মধ্যে বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস জানালেন টি-টোয়েন্টি ক্রিকেটে এমন উইকেটে ব্যাটিং করা বেশ কঠিন। টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিকেটারদের রান তোলার মানসিকতার কারণে ব্যাটিংবান্ধব উইকেট চান লিটন।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে রান তোলার জন্য বেশ সংগ্রাম করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও একই দৃশ্য দেখা যাচ্ছে। আবহাওয়া এবং টানা খেলার জন্য মিরপুরের উইকেট বোলারদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে।
বাংলাদেশের ওপেনার লিটন দাসের মতে ব্যাটসম্যানরা সবসময় বড় স্কোর এবং স্ট্রাইক রেট ঠিক রাখার চেষ্টা করে। এর জন্য মিরপুরের উইকেট আর্দশ না।
লিটন বলেন, ‘ব্যাটিং কন্ডিশন চ্যালেঞ্জিং। কারণ গত তিনম্যাচই লো স্কোরিং হয়েছে। শুধু আমরা না ওদের ব্যাটসম্যানরাও ভুগছে। টি-টোয়েন্টিতে সবসময় স্কোর বড় করার বা স্ট্রাইক রেট ঠিক রাখার মানসিকতা থাকে। যেহেতু এ জিনিসটা হচ্ছে না, পরিকল্পনা পাল্টাতে হচ্ছে। কিন্তু এটা কঠিন। টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম উইকেটে মানিয়ে নেওয়া কঠিন। কারণ প্রত্যেক ব্যাটসম্যানই আক্রমণাত্মক মেজাজে থাকে।’
এছাড়াও এ ধরনের উইকেটে বড় শট থেকে রান নেওয়াটাও বেশ কঠিন বলে জানান লিটন। বলেন, ‘এই উইকেটে স্কোর করা তো এত সহজ না। বাউন্ডারি মারাটা আরও কঠিন; ওভার বাউন্ডারি বা এমনি বাউন্ডারি মারাটাই অনেক কঠিন। আমার কাছে মনে হয় সিঙ্গেলে একটু বেশি মনোযোগ দিতে হবে। রানিং বিটুইন দ্যা উইকেটে একটু বেশি দৃষ্টি দিতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভালো শুরু করেও দ্রুতই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন লিটন। এ বিষয়ে বলেন, ‘গত ম্যাচে আমি আর নাইম শুরুটা ভালো দিয়েছিলাম। আমি যদি ঐ জায়গাটায় আরেকটু দায়িত্বশীল ক্রিকেট খেলতে পারতাম, আরেকটু দায়িত্ব নিতে পারতাম, তাহলে জিনিসটা সহজ হয়ে যেত। কারণ দ্বিতীয় ম্যাচেও আমার ও নাইমের ভালো একটা জুটির কারণে পরের ব্যাটসম্যানরা সহজে ব্যাটিং করতে পেরেছে। এরকম সুযোগ আসলে পরেরবার চেষ্টা করব ইনিংস বড় করার।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]