জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ে প্রস্তাব পেয়ে তা জানানোর অপরাধে শাস্তি ভোগ করে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন ব্যাটসম্যান উমর আকমল। চলতি মৌসুমে তাকে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে পাকিস্তানের ঘরোয়া লিগে দেখা যাবে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ পাকিস্তানের জার্সিতে মাঠে নেমেছিলেন উমর আকমল। ফিক্সিংয়ের প্রস্তাব না জানানোর অপরাধে ১৮ মাসের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে তাকে দলে ভিডিয়েছে পাকিস্তানের ঘরোয়া লিগের দল সেন্ট্রাল পাঞ্জাব। ঘরোয়া লিগের পর এবার জাতীয় দলে ফিরতেও মরিয়া হয়ে আছেন তিনি।
উমর আকমলকে বেশ কিছুদিন আগে লাহোরের ক্লাব ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উমর তার ভুল বুঝতে পারায় তাকে ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান পিসিবির এক কর্মকর্তা।
এ বিষয়ে পিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন উমর তার ভুল বুঝতে পেরেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাকে ফেরানোর জন্য এটুকুই যথেষ্ট।’
উমর জানিয়েছেন, ভবিষ্যতে আবারও পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে চান তিনি। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে উমর আকমল বলেন,‘ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরে আমি খুব খুশি। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে পারফর্ম করার চেষ্টা করব। আশা করি জাতীয় দলেও ফিরতে পারব।’
৩১ বছর বয়সী এ ক্রিকেটার পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে এবং ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন। বিভিন্ন সময়ে নেতিবাচক কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]