মিডল অর্ডারের ব্যর্থতায় দলের এমন হার : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২১
মিডল অর্ডারের ব্যর্থতায় দলের এমন হার : মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশ। ঘরের মাঠে সর্বনিন্ম ৭৬ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। মিডল অর্ডারের জুটি গড়তে না পারাকেই ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অধিনায়কের শততম ম্যাচে দলকে জয় উপহার দিতে পারেননি তার সতীর্থরা। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে মিডল অর্ডারকে দায়ী করেছেন তিনি।

মিরপুরের টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার মাত্র ২.৫ ওভারে ২৩ রানের জুটি গড়ে তোলেন। লিটনের বিদায়ের পর একে একে ফিরতে শুরু করেন সব ব্যাটসম্যান। দলের হাল ধরতে পারেননি অভিজ্ঞরাও।

উইকেট এবং কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের জেতার সামর্থ্য ছিল বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বলেন, ‘হ্যাঁ, লক্ষ্য তাড়া করার মত ছিল। বোলাররা ভালো করেছিল। আমরাও ভালো শুরু করেছিলাম। কিন্তু শুরুর ছন্দটা ধরে রাখতে পারিনি। আশা করি ভালোভাবে প্রত্যাবর্তন করব।’

তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পরও এ ম্যাচের ইতিবাচক বিষয়ের উপরই নজর দিতে চান। এ ম্যাচে করা ভুল সংশোধন করে পরবর্তী ম্যাচে মাঠে নামতে চান।

রিয়াদ বলেন, ‘ এ সিরিজে মিডল অর্ডার ভালোই করছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজকে মিডল অর্ডারে পার্টনারশিপ হয় নাই। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং ভুলগুলো নিয়ে কাজ করতে হবে।’

প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় তৃতীয় ম্যাচে হেরেও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। তাই এখনও সিরিজ জয়ের দিকেই লক্ষ্য রাখতে চান রিয়াদ। বলেন, ‘এখনও আমরা এগিয়ে আছি। আরও দুই ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করব।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

খালি হাতেই মুশফিক!

খালি হাতেই মুশফিক!

অপেক্ষা বাড়ালেন সাকিব

অপেক্ষা বাড়ালেন সাকিব

পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকবে না কোনো চমক

পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকবে না কোনো চমক

হেরে গিয়ে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ালো বাংলাদেশ

হেরে গিয়ে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ালো বাংলাদেশ