ভারতীয় দলে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২১
ভারতীয় দলে করোনার হানা

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট চলাকারলীন করোনা আক্রান্ত হয়েছেন রবি শাস্ত্রী। ম্যাচের চতুর্থদিনের খেলা শুরুর আগ মুহূর্তে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি হোটেলে কোয়ারেন্টাইনে আছেন।

ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী ছাড়াও তার সংস্পর্শে আসা বোলিং কোচ ভরত অ্যারন, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলও কোয়ারেন্টাইনের আছেন। ম্যাচ চলাকালীন করোনা আক্রমণের খবর আসলেও সময়মতই শুরু হয়েছে চতুর্থদিনের খেলা।

ওভাল টেস্টের তৃতীয় দিন চলাকালীন সময়ে করোনা পরীক্ষার জন্য রবি শাস্ত্রীর নমুনা দেওয়া হয়। যার ফলাফল চতুর্থ দিন শুরুর আগ মুহূর্তে আসে। দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে।

বিসিসিআই বিবৃতিতে বলেছে, ‘তাদেরকে আবারও করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। মেডিকেল টিম অনুমতি না দেওয়া পর্যন্ত তারা দল থেকে বিচ্ছিন্ন থাকবেন।’

বিবৃতিতে বিসিসিআই আরও জানিয়েছে, ভারতের কোচিং স্টাফ ছাড়াও ক্রিকেটারদেরও করোনা টেস্ট করানো হয়েছে। সেখানকার ফলাফল নেগেটিভ আসার পরই খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ক্রিকেটারদের করোনা টেস্টের বিষয়ে বিসিসিআই বলেছে, ‘ভারত দলের বাকি সদস্যরা চতুর্থদিনের খেলা শুরু আগে দুইবার করোনা টেস্টের মধ্য দিয়ে গিয়েছে। দুইটি ফলাফল নেগেটিভ আসার পরই ম্যাচ অফিসিয়ালরা খেলা চালানোর অনুমতি দিয়েছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ জয়ে বাংলাদেশের টার্গেট ১২৯

সিরিজ জয়ে বাংলাদেশের টার্গেট ১২৯

খালি হাতেই মুশফিক!

খালি হাতেই মুশফিক!

প্রথম বাংলাদেশি হিসেবে মাহমুদউল্লাহ’র অনন্য রেকর্ড

প্রথম বাংলাদেশি হিসেবে মাহমুদউল্লাহ’র অনন্য রেকর্ড

আফগান ক্রিকেটে ভারতীয় আধিপত্য কমাবে তালেবানরা : শহীদ আফ্রিদি

আফগান ক্রিকেটে ভারতীয় আধিপত্য কমাবে তালেবানরা : শহীদ আফ্রিদি