প্রথম বাংলাদেশি হিসেবে মাহমুদউল্লাহ’র অনন্য রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৭ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম বাংলাদেশি হিসেবে মাহমুদউল্লাহ’র অনন্য রেকর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে টস করতে নেমেই এক অন্যন্য রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টি-টোয়েন্টি ম্যাচে নেমেছেন তিনি।

বিশ্বজুড়ে টি-টোয়েন্টির এ যুগে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র আটজন ক্রিকেটার ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবচেয়ে বেশি ১১৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এছাড়াও এ তালিকায় আরও আছেন মোহাম্মদ হাফিজ, রোহিত শর্মা এবং রস টেইলরদের মতো তারকারা।

সিরিজের দ্বিতীয় ওয়ানডের পরই ব্যক্তিগত মাইলফলকের বিষয়ে কথা বলেন মাহমুদউল্লাহ। তিনি বলেন,‘আলাদা কোনো পরিকল্পনা নেই। সবসময় যেটা করার চেষ্টা করি, দলের জন্য খেলা। দলের জন্য ভালো খেলা। নিজের ১০০তম ম্যাচেও সেটাই করার চেষ্টা করব।’

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুর দিকে টি-টোয়েন্টি ক্রিকেটে মানিয়ে নিতে না পারলেও আস্তে আস্তে এ ফরম্যাটে নির্ভরযোগ্য ব্যাটসম্যানে পরিণত হয়েছেন তিনি।

ক্যারিয়ারের এখন পর্যন্ত ৯১ ইনিংসে ব্যাট করে ১৭০২ রান করেছেন। এ সময় তার স্ট্রাইকরেট ১২০.১৯ এবং গড় ২৩.৯৭। বল হাতে ৭.২৫ ইকোনমিতে শিকার করেছেন ৩২ উইকেট।

 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ বলে ৩৭ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পাশাপাশি ম্যাচসেরার পুরষ্কারও নিজের করে নিয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ বার ম্যাচসেরা হয়েছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শততম টি-টোয়েন্টির সামনে মাহমুদউল্লাহ

শততম টি-টোয়েন্টির সামনে মাহমুদউল্লাহ

স্টোকসকে বিশ্বকাপে পাওয়া নিয়ে শঙ্কা

স্টোকসকে বিশ্বকাপে পাওয়া নিয়ে শঙ্কা

আফগান ক্রিকেটে ভারতীয় আধিপত্য কমাবে তালেবানরা : শহীদ আফ্রিদি

আফগান ক্রিকেটে ভারতীয় আধিপত্য কমাবে তালেবানরা : শহীদ আফ্রিদি

বিসিবির ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৯শ’ কোটি টাকা

বিসিবির ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৯শ’ কোটি টাকা