পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকবে না কোনো চমক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৩ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২১
পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকবে না কোনো চমক

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে কোনো চমক থাকছে না। এমনটাই জানিয়েছে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বেধে দেওয়া সময় অনুযায়ী বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণার শেষ দিন ১০ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে সোমবার (৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে সাম্প্রতিক সময়ে যারা পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন তারাই স্কোয়াডে থাকবেন। এছাড়াও জানিয়েছে স্কোয়াড চূড়ান্ত হয়েছে।

এখন শুধু কোচিং স্টাফ এবং অধিনায়ক বাবর আজমের সাথে কথা বলেই চূড়ান্ত ঘোষণা দিবেন নির্বাচকরা। তাদের পরামর্শে চূড়ান্ত স্কোয়াডে একটি-দুইটি পরিবর্তন আসতে পারেও বলে জানিয়েছে তারা।

পিসিবি সভাপতি হিসেবে এহসান মানির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এখনও নতুন কেউ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাননি। তাই ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। তিনি স্কোয়াডের অনুমোদন দিবেন।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। তাই আমিরাতের কন্ডিশন বিবেচনায় ১৫ জন ক্রিকেটার রাখা হবে। এছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে আরও ৬-৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শততম টি-টোয়েন্টির সামনে মাহমুদউল্লাহ

শততম টি-টোয়েন্টির সামনে মাহমুদউল্লাহ

স্টোকসকে বিশ্বকাপে পাওয়া নিয়ে শঙ্কা

স্টোকসকে বিশ্বকাপে পাওয়া নিয়ে শঙ্কা

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে পিছনে ফেললো বাংলাদেশ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে পিছনে ফেললো বাংলাদেশ

বিশ্বকাপে ভারতকে হারিয়ে শুভসূচনা করতে চায় পাকিস্তান

বিশ্বকাপে ভারতকে হারিয়ে শুভসূচনা করতে চায় পাকিস্তান