আফগান ক্রিকেটে ভারতীয় আধিপত্য কমাবে তালেবানরা : শহীদ আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২১
আফগান ক্রিকেটে ভারতীয় আধিপত্য কমাবে তালেবানরা : শহীদ আফ্রিদি

দেশ শাসনের ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি পরিবর্তন করেছে তালেবান। তবে দেশটির খেলাধুলা নিয়ে ইতিবাচক তারা, যা আগে কখনো দেখা যায়নি। তালেবানদের এমন আচারণে আশার আলো দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শুধু তাই নয়, আফগানিস্তান ক্রিকেটে ভারতীয় আধিপত্য কমবে বলেও মন্তব্য করেছে তিনি।

করাচিতে স্থানীয় একটি ক্রিকেট সংক্রান্ত অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘এটা নিয়ে কোন সন্দেহ নেই, তালেবানরা এবার অনেক ইতিবাচক। এটা আগে কখনো দেখা যায়নি। আল্লাহ যদি চান, যদি সব ঠিক থাকে তাহলে তালেবানরা এবারে নারীদের চাকরি, লেখাপড়া, রাজনীতি সবই করতে দেবে।’

অনুষ্ঠানে আফ্রিদির সেই বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগামাধ্যমে ছড়িয়ে পড়েচে। সেই ভিভিওতে আফগানিস্তান ক্রিকেট নিয়ে তিনি বলেন, ‘এবার তালেবানরা ক্রিকেটে পূর্ণ সমর্থন দিচ্ছে।’

সেই অনুষ্ঠানের আফগানিস্তান নিয়ে নিজের এমন আসার পেছনের কারণ নিয়ে বিসিবির কাছে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেন, ‘তালেবানরা অন্য সবকিছুর মতো দেশটির ক্রিকেটেরও নিয়ন্ত্রণ নেবে। আর এর ফলে আফগানিস্তানের ক্রিকেটে ভারতের আধিপত্য কমবে।’

সদ্য শেষ হওয়া আগস্টে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটা সিরিজ হওয়ার কথা ছিল। তালেবান ক্ষমতায় আসার পর যদিও শেষ পর্যন্ত ভ্রমণ সংক্রান্ত নানা জটিলতায় সিরিজটি আর মাঠে গড়ায়নি। এদিকে, আফগানিস্তানের যুবারা ঠিক ঢাকা আসছে সিরিজ খেলতে।

সাক্ষাৎকারে আফ্রিদি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তালেবান এবার শিক্ষা ও চাকরিতে নারীদের সুযোগ দেওয়ার কথা বলছে। তালেবানরা বুঝতে পেরেছে, নারীরা সমাজের জন্য কতোটা প্রয়োজন।’

আফ্রিদি দাবি করেন, তার সাথে আফগানিস্তানের অনেক ক্রিকেটার যোগাযোগ করেছেন এবং তারা সবাই একমত যে, আফগানিস্তানে ক্রিকেট আগের মতোই চলবে, তালেবানরা ক্রিকেটের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না।

তিনি বলেন, ‘পূর্বে তালেবান গোষ্ঠীর যে ভাবমূর্তি ছিল- সেটা এখন অতীত। তারা আগের মতো ঘটনা ঘটাচ্ছে না, অনেক পরিবর্তন এসেছে, যা তাদের বিবৃতিতে স্পষ্ট। তালেবানরা অন্য সবকিছুর মতো ক্রিকেটেরও নিয়ন্ত্রণ নেবে। আর এতে আফগানিস্তানের ক্রিকেটে ভারতের আধিপত্য কমবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগান ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন আনলো তালেবানরা

আফগান ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন আনলো তালেবানরা

দেশ ছাড়লেন আফগানিস্তানের পতাকাবাহক নারী অলিম্পিয়ান

দেশ ছাড়লেন আফগানিস্তানের পতাকাবাহক নারী অলিম্পিয়ান

তালেবান শাসনে ক্রিকেটের ক্ষতি হবে না: আশাবাদী রশিদ খান

তালেবান শাসনে ক্রিকেটের ক্ষতি হবে না: আশাবাদী রশিদ খান

মার্কিন বিমানের চাকায় ছিল আফগান ফুটবলারের ছিন্ন-ভিন্ন দেহ

মার্কিন বিমানের চাকায় ছিল আফগান ফুটবলারের ছিন্ন-ভিন্ন দেহ