মানসিক স্বাস্থ্যগত কারণে কিছুদিন আগে সবধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালীন সময়ের জন্য বিরতি নিয়েছেন বেন স্টোকস। ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় ভারতের বিপক্ষে নেওয়ায় ভারতের পাঁচ ম্যাচের টেস্টে সিরিজে নেই তিনি। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়া লিগের (আইপিএল) স্থগিতকৃত অংশেও খেলবেন না তিনি।
আবার কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই। এতেই বেন স্টোকসের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইংলিশ গণমাধ্যমগুলোর দাবি, বর্তমানে ক্রিকেট নিয়ে কিছুই ভাবছেন না তিনি। এছাড়াও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) তাকে ফেরাতে জোর করছেন না।
চলতি বছরের ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। চলতি বছরের ১০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল।
১৫ জনের মূল স্কোয়াডের বাইরে আরও ৩ জন রিজার্ভ ক্রিকেটার নিয়ে বিশ্বকাপের যাবে ইসিবি। ইংলিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে স্কোয়াডে থাকছেন না স্টোকস।
২০২০ সালের জুলাই থেকে টানা বায়ো-বাবলের মধ্য থেকে খেলে আসছিলেন স্টোকস। চলতি বছরের আইপিএলের রাজস্থানের হয়ে প্রথম ম্যাচ খেলার পরই ইনজুরির কারণে ছিটকে পড়েন। ইনজুরি থেকে ফিরে ক্রিকেটে ফিরলেও হঠাৎই আবারও ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছেন তিনি।
ইনজুরি এবং বায়ো-বাবল সমস্যায় মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন এ স্টোকস। সে মানসিক ধকল কাটিয়ে উঠতেই ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]