শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। সিরিজের প্রথম ম্যাচে আঙ্গুলের চোটের কারণে ছিটকে গিয়েছেন তিনি। তার বদলি হিসেবে অধিনায়কত্ব করবেন স্পিনার কেশব মহারাজ।
তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করছে দক্ষিণ আফ্রিকা। কলম্বোতে সিরিজের প্রথম ম্যাচের আঙ্গুলের ইনজুরিতে পড়েন তিনি।
ম্যাচের ২৬তম ওভারে লঙ্কান ফিল্ডারের ছুড়ে মারা বল সরাসরি তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে আঘাত করে। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যাটিংয়েও নামেন তিনি। পরবর্তীতে দুই ওভার পরেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন বাভুমা।
ম্যাচ শেষে স্ক্যান করানো হলে আঙ্গুলে চিড় ধরা পড়ে। এ কারণেই তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে বাভুমার দেশে ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ‘চিকিটসকের পরামর্শেই তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।’
বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন কিনা তা এখনও জানায়নি সিএসএ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ইনজুরিতে পড়েছিলেন ৩১ বছর বয়সী এ ব্যাটসম্যান।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৪ রানে হেরেছে প্রোটিয়ারা। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার (৫ সেপ্টেম্বর) এবং মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০,১২ এবং ১৪ সেপ্টেম্বর।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]