বিশ্বকাপে ভারতকে হারিয়ে শুভসূচনা করতে চায় পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৭ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপে ভারতকে হারিয়ে শুভসূচনা করতে চায় পাকিস্তান

পাক-ভারত লড়াই মানেই ক্রিকেট বিশ্বে অন্য ধরনের উত্তেজনা। দুইদলের সমানে সমান লড়াইয়ে একদিক থেকে পিছিয়ে পাকিস্তান। বিশ্বআসরে কখনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। হতাশার সে ইতিহাস বদলে ভারতকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

চলতি বছরের ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বআসর। সেখানেই সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

ওয়ানডে বিশ্বকাপে ৭ বারের লড়াইয়ে প্রত্যেকবারই জয়ের হাসি হেসেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ লড়াইয়ে ৪ বার ভারত এবং একবার টাই হয়েছিল। ট্রাইব্রেকারেও হারের স্বাদ পেয়েছিল পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য সভাপতি ও সাবেক অধিনায়ক রমিজ রাজার সাথে বৈঠক শেষে বাবর জানান, আগ্রহের কেন্দ্রে থাকা ম্যাচটিতে নিজেদের জয়ের সম্ভাবনা দেখছেন।

বাবর আজম বলেন, ‘পাকিস্তানের তুলনায় ভারত বেশি চাপে থাকবে। ওরা দল হিসেবে অনেকদিন ধরে টি-টোয়েন্টি ম্যাচ না খেলে বিশ্বকাপ খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের পর ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলবে। আমরা ভারতকে হারিয়ে বিশ্ব আসর শুরু করবো।’

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড আছে ভারত। টেস্ট সিরিজ শেষ করে বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলবে ভারতীয় দল।

বিশ্বকাপের ভেন্যু আরব আমিরাত হওয়ায় বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান। কারণ দীর্ঘদিন নিজেদের ঘরের মাঠ হিসেবে আরব আমিরাতেই মাঠে আয়োজন করেছে পাকিস্তান।

এ বিষয়ে বাবর আজম বলেন, ‘আরব আমিরাতে খেলা মানেই আমাদের ঘরের মাঠে খেলা। আমরা আমাদের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে অলআউট করেও স্বস্তিতে নেই ইংল্যান্ড

ভারতকে অলআউট করেও স্বস্তিতে নেই ইংল্যান্ড

বিশ্বকাপের ভিন্ন কন্ডিশন মানিয়ে নিতে পারবে বাংলাদেশ : সাইফউদ্দিন

বিশ্বকাপের ভিন্ন কন্ডিশন মানিয়ে নিতে পারবে বাংলাদেশ : সাইফউদ্দিন

টেস্ট খেলতে চান না মোস্তাফিজ

টেস্ট খেলতে চান না মোস্তাফিজ

ভারতের একাদশ দেখে বিস্মিত ভন

ভারতের একাদশ দেখে বিস্মিত ভন