বিরাট কোহলি, নাম শুনলেই মনে হয় ‘রান মেশিন’! তবে সেই রান মেশিনের ব্যাটেই যে গত আড়াই বছর ধরে খারাপ ফর্ম চলছে। বিরাটের ব্যাটে যেন রান আসছে। তা সত্ত্বেও নতুন রেকর্ডের মালিক হলেন তিনি। ছাড়িয়ে গেলেন শচীন টেন্ডুলকারকেও। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান সংগ্রাহক এখন বিরাট কোহলি।
নিজের এই মাইলফলক ছুঁতে কোহলির দরকার ছিল মাত্র ১ রান। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে নেমেই তা স্পর্শ করেন।
ইংল্যান্ড টেস্টের প্রথম দিনে দ্রুত দুই উইকেট পতনের পর ক্রিজে নামেন কোহলি। জেমস অ্যান্ডারসনের বলে অন ড্রাইভের পর চলে আসে বিরাট কোহলির সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। রান নিয়ে ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকারকে।
৪৯০ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মালিক হন বিরাট কোহলি। যেখানে শচীন টেন্ডুলকারের লেগেছিল ৫২২ ইনিংস। শেষ পর্যন্ত চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ২৭তম ফিফটি করে সাজঘরে ফিরেন বিরাট কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মালিক হওয়ার পেছনে বিরাট কোহলি টেস্টে ২৭টি সেঞ্চুরি এবং ২৭টি ফিফটি, ওয়ানডে ক্রিকেটে ৪৩টি সেঞ্চুরি ও ৬২টি ফিফটি এবং টি-টোয়েন্টিতে ২৮টি ফিফটি করেছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]