পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে ওভালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। ওভাল টেস্টের একাদশে সুযোগ পাননি রবিচন্দন অশ্বিন। বোলিং ইউনিটে চার পেসারের সাথে স্পিনার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা। ভারতের এমন একাদশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
বল হাতে কার্যকর অফ স্পিনের পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতেও দলে হাল ধরতে ওস্তাদ অশ্বিন। এছাড়াও সাম্প্রতিক সময়ে তার পারফর্মেন্স একাদশে তার জায়গা নিশ্চিত হওয়ার কথা। হেডিংলি টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর ধারণা করা হয়েছিল ভারতের একাদশে থাকবেন অশ্বিন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভন লিখেছেন, ভারতীয় একাদশ দেখে তিনি রীতিমত অবাক। অশ্বিন একাদশে না রাখার সিদ্ধান্ত সবচেয়ে বাজে সিদ্ধান্ত বলে মনে করেন।
মাইকেল ভন টুইটারে বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে অশ্বিনকে একদশে না রাখা হল সবচেয়ে বাজে সিদ্ধান্ত। আমাদেরকে যার সাক্ষী হতে হচ্ছে। টেস্টে তার ৪১৩ উইকেট এবং ৫টা সেঞ্চুরি আছে।’
টসের সময় জাদেজাকে খেলানোর কারণ জানিয়েছেন ভারতীয় দলনেতা বিরাট কোহলি। তিনি জানান, ইংলিশ ব্যাটি লাইনআপে বাঁহাতি ব্যাটসম্যান বেশি থাকায় ম্যাচে কার্যকর ভূমিকা রাখবেন জাদেজা।
টসের পর কোহলি বলেন, ‘ইংল্যান্ডের চার জন বাঁহাতি ব্যাটসম্যান। এ উইকেটে আমাদের পেসারদের সঙ্গে জাদেজা ভালো কিছু করবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]