টেস্ট খেলতে চান না মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
টেস্ট খেলতে চান না মোস্তাফিজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের নাম রয়েছে দুই ফরম্যাটে। গুরুত্বপূর্ণ এই পেসারের নাম নেই টেস্ট ফরম্যাটে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে নাম থাকা মোস্তাফিজের টেস্টে না থাকার রহস্য জানা গেল একদিন পর। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, মোস্তাফিজ বর্তমান পরিস্থিতিতে টেস্ট খেলতে চান না।

বিসিবির প্রকাশিত ২০২১ সালের কেন্দ্রীয় চুক্তিতে মোট ২৪ জন ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে তিন ফরম্যাটেই আছেন এমন ক্রিকেটারের সংখ্যা মাত্র পাঁচজন। টেস্টে ১৪ জন, ওয়ানডেতে ১২ জন ও টি-টোয়েন্টিতে ১৫ জন ক্রিকেটার রয়েছেন।

মোস্তাফিজের বিষয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের জানতে চাওয়া হলে বিষয়টি তিনি পরিস্কার করেন। সংবাদিকদের তিনি বলেন, ‌‘মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। ও এখন টেস্টে আগ্রহী না। ও আমাদেরকে জানিয়েছে, যতদিন কোয়ারেন্টাইন বা জৈব সুরক্ষা বলয় আছে টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন বিধায় এখন টেস্ট খেলতে চাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। টি-টোয়েন্টি আর ওয়ানডে ক্রিকেটে যেহেতু ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়ার আমাদের জন্য। সে জন্য আলাপ-আলোচনা করেই আমরা এটা করেছি।’

গত বছর ফর্ম বিবেচনায় টেস্ট থেকে মোস্তাফিজকে বিশ্রাম দিয়েছিলেন কোচ রাসেল ডোমিঙ্গো। যদিও বোলিং কোচ ওটিস গিবসনের সাথে কাজ করে দারুণ উন্নতি করায় আবারও টেস্টে ফিরেছিলেন তিনি। চলতি বছর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সর্বশেষ খেলেছেন মোস্তাফিজ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের ভিন্ন কন্ডিশন মানিয়ে নিতে পারবে বাংলাদেশ : সাইফউদ্দিন

বিশ্বকাপের ভিন্ন কন্ডিশন মানিয়ে নিতে পারবে বাংলাদেশ : সাইফউদ্দিন

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অক্টোবরের প্রথম সপ্তাহে

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অক্টোবরের প্রথম সপ্তাহে

চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা প্রকাশ করলো বিসিবি

চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা প্রকাশ করলো বিসিবি

অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল : সাকিব

অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল : সাকিব