বিগব্যাশের দল সিডনি থান্ডার্সের নতুন কাপ্তান উসমান খাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪০ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
বিগব্যাশের দল সিডনি থান্ডার্সের নতুন কাপ্তান উসমান খাজা

চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে বিগব্যাশের ১১তম আসর। এ আসরে সিডনি থান্ডার্সকে নেতৃত্ব দিবেন অজি ব্যাটসম্যান উসমান খাজা।

সাবেক অজি ক্রিকেটার কালাম ফার্গুসনের স্থলাভিষিক্ত হবেন উসমান খাজা। সিডনি দায়িত্ব নিতে পেরে বেশ গর্বিত বলে জানিয়েছেন উসমান খাজা।

সিডনি সিক্সার্স ছাড়াও অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দল কুইন্সল্যান্ডের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন উসমান খাজা। তার অধীনেই কুইন্সল্যান্ড সর্বশেষ শেফিল্ড শিল্ডের শিরোপা জিতেছিল।

বিগব্যাশের প্রথম মৌসুম থেকেই সিডনি থান্ডার্সের হয়ে খেলছেন উসমান খাজা। দলটির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। এ কারণেই অধিনায়কত্বের দায়িত্বভার তার হাতেই তুলে দেওয়া হয়েছে।

দলটি দায়িত্ব নিয়ে উসমান খাজা বলেন, ‘যেকোনো দলের অধিনায়কের দায়িত্ব নেওয়া সম্মানের বিষয়। আমি পশ্চিম সিডনিতে বড় হয়েছি। আমার বাসা থেকে মাঠ মাত্র ১০ মিনিটের দূরত্ব। এ দলের দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘বিগব্যাশের প্রথম মৌসুম থেকেই থান্ডার্সের হয়ে খেলছি। তাদের সাথে আমার একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে।’

এছাড়াও দল, সতীর্থ এবং সাবেক অধিনায়ক কালাম ফার্গুসনের প্রশংসা করেন তিনি। জানান, তাদের সমর্থনের জন্য আমি অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে পেরেছি। কালাম সতীর্থ হিসেবে দারুন। সবাই তার শূন্যতা অনুভব করবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অক্টোবরের প্রথম সপ্তাহে

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অক্টোবরের প্রথম সপ্তাহে

আরও দুই ফুটবলারকে হারালো ব্রাজিল

আরও দুই ফুটবলারকে হারালো ব্রাজিল

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

এক ম্যাচ জয়েই তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

এক ম্যাচ জয়েই তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ