টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সম্পন্ন হবে। সেই উপলক্ষে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হয়েছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বিসিবির নির্বাচনে আরও চারজন নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা হলেন- বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ একরামুল হক এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বুধবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের ১১তম বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিসিবির নির্বাচন বিষয়ে এখনো তফসিল ঘোষণা করা হয়নি।
সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এরপর ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন তিনি।
চলতি মাস সেপ্টেম্বরেই বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হচ্ছে।বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে পরবর্তী নির্বাচন করতে হবে।
বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নির্বাচন দেওয়া হবে। অর্থাৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে।
এদিকে, তৃতীয় মেয়াদে সভাপতি পদে নাজমুল হাসান পাপন নির্বাচন করবে কি-না তা নিয়ে সংশয় রয়েছে। পাপন নিজেই জানিয়েছেন, চিকিৎসকরা তাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন। সে জন্য ক্রিকেটের সাথে থাকলেও সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে তিনি আর থাকতে চান না।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]