পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দলের আগেই বাংলাদেশে এসেছিলেন কিউই ব্যাটসম্যান ফিল অ্যালেন। ঢাকায় পৌঁছানোর ৪৮ পর করোনা পজিটিভ হয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। করোনা পজিটিভ আসায় কোয়ারেন্টাইনে ছিলেন।
কোয়ারেন্টাইনে থাকার কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি ফিন অ্যালেন। করোনা পজেটিভ হওয়ার আটদিন পর করোনা নেগেটিভ হয়েছেন অ্যালেন। নিউজিল্যান্ড দলের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অ্যালেনের ফিরে আসার বিষয়ে কিউই কোচ গ্লেন পকনাল বলেন, ‘তার করোনা নেগেটিভ হয়েছে। সে এখন ভালো আছে। ফিন আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা আশাবাদী সে ফিট না থাকলে ২/১ দিনের মাঝেই আমাদের সঙ্গে যোগ দেবে।’
দ্য হানড্রেড চলাকালীন সময়ে বাংলাদেশ ও পাকিস্তান সফরের দলে সুযোগ পান ফিন অ্যালেন। কোয়ারেন্টাইনের ঝামেলা এড়াতে নিউজিল্যান্ড না গিয়ে সরাসরি বাংলাদেশে আসেন তিনি। তবে বাংলাদেশে এসে করোনা পজিটিভ হওয়ায় এখনও দলের সাথে যোগ দিতে পারেননি অ্যালেন।
দ্য হানড্রেড টুর্নামেন্টে খেলে সরাসরি বাংলাদেশে আসেন ফিন অ্যালেন এবং কলিন ডি গ্রান্ডহোম। তবে কলিন ডি গ্রান্ডহোম করোনা নেগেটিভ আসায় দলের সাথে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও মাঠে নেমেছিলেন গ্রান্ডহোম।
সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচে মাঠে গড়াবে ৩,৫,৭ এবং ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়জিত হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]