নির্বাসিত অজি ক্রিকেটার স্টিভ স্মিথের পরিবর্তে বেশ কয়েকজন অন্তর্জাতিক তারকা ক্রিকেটারের দিকে নজর রয়েছে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির৷ তবে একাদশ আইপিএলে রাজস্থানের অন্দরমহলে ঢুকে পড়ার লড়াইয়ে সবার আগে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান হেনরিচ ক্লাসেন৷
দক্ষিণ আফ্রিকার জার্সিতে চারটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্লাসেনের স্পিনারদের বিরুদ্ধে রান করার দক্ষতাই এই লড়াইয়ে এগিয়ে রাখছে তাকে৷ ভারতের বিরুদ্ধ গত ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেট আত্মপ্রকাশ করা ক্লাসেন যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের বিরুদ্ধে সাবলীলভাবে ব্যাট করেছেন৷ এই বিষয়টাই উৎসাহী করেছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজিকে৷
রাজস্থানের হেড অফ ক্রিকেট জুবিন ভারুচা স্পষ্ট জানিয়েছেন, তারা ক্লাসেনকে দলে নিতে আগ্রহী৷ তিনি বলেন, ‘আইপিএলে স্পিনারদের বড় ভূমিকা থাকে৷ তাই আমরা এমন একজনকে খুঁজছি, স্পিনারদের বিরুদ্ধে যে ভালো খেলতে পারবে৷ ক্লাসেন দারুণ ব্যাটসম্যান৷ ওর হাতে দারুণ সব শট রয়েছে৷ ওর রিভার্স স্যুইপ বেশ ভালো৷ আইপিএলে কাজে লাগতে পারে এধরণের শট৷ স্বাভাবিকভাবেই আমাদের নজর গিয়ে পড়ে ক্লাসেনের উপর৷’