অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ এএম, ০২ সেপ্টেম্বর ২০২১
অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল : সাকিব

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স করে সিরিজ সেরার পুরষ্কার নিজের করে নিয়েছিলেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের থেকেও কঠিন উইকেট ছিল জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বোলারদের দাপটেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। ব্যাটসম্যানরা তাদের কাঙ্খিত রানের দেখা পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও একই ধরনের চরিত্র দেখা গিয়েছে।

উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার সাকিব বলেন, ‘আমার মনে হয় প্রথম ম্যাচের উইকেট অস্ট্রেলিয়া সিরিজের থেকেও ডিফিকাল্ট ছিল । তারপরও মনে হয় আমরা অনেক ভালো জায়গায় বোলিং করতে পেরেছি।’

সম্পূর্ণ এক নতুন দল নিয়ে বাংলাদেশে খেলতে এসেছিল নিউজিল্যান্ড। অভিজ্ঞতা না থাকায় তাদেরকে উইকেটে বেশ কষ্ট করতে হয়েছে বলে জানিয়েছে সাকিব। বলেন, ‘নিউজিল্যান্ডের যেহেতু এই উইকেটে খেলার বেশি অভিজ্ঞতা ছিল না। স্বাভাবিক ভাবেই ওরা কঠিন সময় পার করেছে।’

ম্যাচ শেষে এ ধরনের উইকেটে ভালো করার উপায়ও বলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি বলেন, ‘এখানে যত বেশি সিঙ্গেলস নিয়ে যত বেশি কাজ করা যায় ততই ভালো। এখানে বাউন্ডারি মারাটা খুব কঠিন। মানসিকভাবে পজেটিভ থাকলে সিঙ্গেলস-ডাবলস নেওয়াটা সুবিধা হয়। এতে উইকেটে সেট হওয়া যায়। এরপর একটা-দুইটা বাজে বলে বাউন্ডারি মারা যায়। যতই বলি না কেন ব্যাটসম্যানদের জন্য কঠিন কন্ডিশন যাচ্ছে।’

সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়া সবসময় স্বস্তির বলে জানিয়েছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে কখনও টি-টোয়েন্টি জিততে না পারার আক্ষেপ ঘুচিয়ে বাংলাদেশ। এটাও বেশ স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন তিনি। এছাড়া এ জয় আত্মবিশ্বাস সামনে এনে দিবে বলেও জানিয়েছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে আর মাত্র ৪ উইকেট শিকার করলে তিনটি মাইলফলক স্পর্শ করবেন সাকিব আল হাসান। তবে ব্যক্তিগত অর্জনের থেকে দলীয় অর্জনের দিকেই বেশি মনযোগ দিতে চান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বোলারদের ধারাবাহিকতায় খুশি মাহমুদউল্লাহ

বোলারদের ধারাবাহিকতায় খুশি মাহমুদউল্লাহ

তামিমের সিদ্ধান্তে পাপনের সায়

তামিমের সিদ্ধান্তে পাপনের সায়

আমিরাতে থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের চ্যানেল খুঁজছেন নিশাম

আমিরাতে থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের চ্যানেল খুঁজছেন নিশাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম