বোলারদের ধারাবাহিকতায় খুশি মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩২ এএম, ০২ সেপ্টেম্বর ২০২১
বোলারদের ধারাবাহিকতায় খুশি মাহমুদউল্লাহ

ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের বোলিং তোপে ৬০ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও বোলাররা দাপট দেখিয়েছে। বোলারদের এরকম ধারাবাহিকতায় খুশি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

চলতি বছরে নিউজিল্যান্ড সফরে কোনো ম্যাচই নিজেদের কব্জায় নিতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা হারের পর এরকম দুর্দান্ত জয়ে পাওয়ায় উচ্ছ্বসিত কাপ্তান।

তিনি বলেন, ‘বেশ ভালো লাগছে। ওদের (নিউজিল্যান্ড) বিপক্ষে বেশ কিছু ম্যাচ আমরা হেরেছি। টানা হারের পর জয় তুলে নিতে পেরে বেশ ভালো লাগছে।’

সিরিজে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে আশাবাদী তিনি। বলেন, ‘পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি সবসময় গুরুত্বপূর্ণ হয়। আমাদের এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

বোলারদের কৃতিত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তাসমান পাড়ের আরেক দেশ নিউজিল্যান্ডকেও প্রথম ম্যাচে বোলারদের কৃতিত্বেই ঘায়েল করেছে টাইগাররা। বোলারদের এরকম দুর্দান্ত ধারাবাহিকতায় খুশি রিয়াদ। বলেন, ‘আমাদের বোলাররা উইকেট শিকার করতে অনেক ক্ষুধার্ত ছিল এবং নিজেদের দক্ষতা ও সামর্থ্যেও খুব সুশৃঙ্খল ছিল। তারা অতিরিক্ত কিছু করার চেষ্টা করেনি। পরিস্থিতির সাথে মানিয়ে নিজেদের সেরাটা দিয়েছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতাও চমৎকার।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে নিজেও ব্যাটিং নিতে চেয়েছিলেন বলে জানান মাহমুদউল্লাহ। বলেন, ‘আমিও আগে ব্যাটিং করতে চেয়েছিলাম। এ উইকেট সবসময়ই কঠিন। এখানে ভালো করতে হবে শুরু থেকেই রান তুলতে হবে কিংবা উইকেট নিতে হবে।’

দ্রুত উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে চেয়েছিলেন বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিং বা বোলিং যাই আগে করা হোক না, সেই কাজটাই ভালোমতো করতে চেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমের সিদ্ধান্তে পাপনের সায়

তামিমের সিদ্ধান্তে পাপনের সায়

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

কিউইদের হারিয়ে সিরিজে শুভসূচনা করলো বাংলাদেশ

কিউইদের হারিয়ে সিরিজে শুভসূচনা করলো বাংলাদেশ

নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জা দিল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জা দিল বাংলাদেশ