তামিমের সিদ্ধান্তে পাপনের সায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ এএম, ০২ সেপ্টেম্বর ২০২১
তামিমের সিদ্ধান্তে পাপনের সায়

দীর্ঘ দিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলার বাইরে থাকায় হঠাৎ দলে ফিরে বিশ্বকাপ খেলতে রাজি নন টাইগার ওপেনার তামিম ইকবাল। যার কারণে আরব-আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তামিম ইকবালের এমন সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (১ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমন কথা বলেন নাজমুল হাসান। তামিমের বিষয়ে তিনি বলেন, ‘আমি সবসময়ই বলে আসছি তামিম আমাদের এক নম্বর ওপেনার। মুশফিকুর রহিম সেরা ব্যাটসম্যান। মাশরাফি বিন মর্তুজা সেরা অধিনায়ক। আর সন্দেহাতীতভাবেই সাকিব সেরা ক্রিকেটার। তাই ওপেনিংয়ে তামিম সবসময়ই আমাদের প্রথম পছন্দ।’

তামিম খেলতে চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রাখা হতো জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সে (তামিম) জানতো যে, দলে থাকলে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলানো হবে। কিন্তু তামিম অনুভব করেছে, সেটা অন্যদের ওপর অবিচার হতো। তাই সে নিজে থেকেই সরে দাঁড়িয়েছে।’

পাপন বলেন, ‘আজ বোর্ডে আসার আগে গাড়িতে বসে দেখলাম তামিমের কথাবার্তা। এটা আমি নেতিবাচকভাবে বলছি না। আপনারা আগেও দেখেছেন, তামিম সবকিছুই সিরিয়াসলি নেয়। এটাও সে সিরিয়াসলি নিয়েছে।’

তিনি আরও বলেন, ‌‘এখন যে দলটা, সেটা কিন্তু ভালো খেলছে। একটা দল যখন ভালো খেলছে তার মধ্যে খুব একটা বদল করা যায় না। সবমিলিয়ে ও যে কথাগুলো বলেছে, খুব ভালো কথা বলেছে। ও মনে করেছে যে, সে খেললে অনেকের প্রতি অন্যায় হতে পারে। এটা একটা কারণ। আর সরাসরি ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ খেলা, এটা খুব কঠিন।’

তামিমের সাহসী সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন বোর্ড সভাপতি। বলেন, ‘সে নিজের সিদ্ধান্ত নিয়েছে। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আজকে যে দলের তালিকাটা আমাকে দিয়েছে (বিশ্বকাপের), সেখানেও তামিম ছিল। এখন অবশ্য থাকছে না।’

বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্বকাপের পরে আমাদের আরও অনেক খেলা আছে। সামনের বছর আরেকটা বিশ্বকাপ আছে। আমার আশা, তামিম আবার টি-টোয়েন্টি দলে ঢুকবে এবং সামনের বিশ্বকাপে খেলবে। আর এটা খুবই সাহসী সিদ্ধান্ত। সবাই চায় বিশ্বকাপ খেলতে। কিন্তু তামিম সাহসী সিদ্ধান্ত নিয়েছে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

কিউইদের হারিয়ে সিরিজে শুভসূচনা করলো বাংলাদেশ

কিউইদের হারিয়ে সিরিজে শুভসূচনা করলো বাংলাদেশ

মুশফিক-লিটনে শক্তিশালী হয়েছে ব্যাটিং লাইন-আপ : প্রিন্স

মুশফিক-লিটনে শক্তিশালী হয়েছে ব্যাটিং লাইন-আপ : প্রিন্স

বিশ্বকাপে বাংলাদেশ দল প্রস্তুত : মাহমুদউল্লাহ

বিশ্বকাপে বাংলাদেশ দল প্রস্তুত : মাহমুদউল্লাহ