পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল নিউজিল্যান্ড। প্রথম ওভারেই আঘাত হানেন শেখ মেহেদি। বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে না পারায় ৬০ রানে থেমেছে নিউজিল্যান্ডের ইনিংস। টি-টোয়েন্টি ক্রিকেটে যুগ্মভাবে এটি নিউজিল্যান্ডের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন অভিষিক্ত রাচিন রবীন্দ্র। অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জায় পড়েন তিনি। এরপর একে প্যাভিলিয়নের পথ ধরেন উইল ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম এবং টম বুন্ডেল।
এতে মাত্র ৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে কিউইরা। এ অবস্থায় দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক টম লাথাম এবং হেনরি নিকোলস। দুইজন মিলে ৪১ বলে ৩৪ রানের জুটি গড়েন।
টম লাথাম এবং হেনরি নিকোলস ছাড়া নিউজিল্যান্ডের আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। আর এতেই ৬০ রানে আউট হওয়ার লজ্জায় পড়তে হয় কিউইদের।
সাইফউদ্দিনের বলে নাসুম আহমেদের ক্যাচে পরিণত হয়ে লাথাম ১৮ রানে ফিরলে এ জুটি ভাঙে। লাথামের বিদায়ের পর হেনরি নিকোলসকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অভিষিক্ত কোল ম্যাকোঞ্চি। অভিষিক্ত এ কিউই ব্যাটসম্যান ৩ বল খেলে কোন রান না করেই সাইফউদ্দিনের দ্বিতীয় শিকারে পরিণত হন।
এরপর আর কোনো ব্যাটসম্যান উইকেটে থিতু হতে না পারায় ৬০ রানে থামে কিউইদের ইনিংস। এর আগে বাংলাদেশের মাটিতেই সর্বনিম্ন রানের লজ্জায় পড়েছিল নিউজিল্যান্ড। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেবার কিউইদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ১৩ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়াও দুইটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান,নাসুম আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]